Saturday, November 15, 2025

R G Kar: নৃশংস ধর্ষণ-খুনে স্যোশাল মিডিয়ায় ভুয়ো প্রচার, একনজরে গুজব-বাস্তব

Date:

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College & Hospital)তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুন। মর্মান্তিক এই ঘটনাকে নিয়ে ন্যক্কারজনক রাজনীতি চলছে। প্রতিবাদের নামে একের পর এক ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্বয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। স্যোশাল মিডিয়ার তত্ত্ব আদালতে দিয়ে ভর্ৎসনার মুখে পড়েছে সিবিআই (CBI)।

একনজরে দেখা নেওয়া যাক, কোনটা গুজব, কোনটা বাস্তব।

  • ভুল তথ্য – নির্যাতিতার পেলভিক হাড়, গলার হাড়-ভাঙা-সহ বিভিন্ন বহু জায়গায় আঘাতের চিহ্ন
  • বাস্তব – ময়নাতদন্ত রিপোর্টে এরকম কোনও তথ্য মেলেনি
  • ভুল তথ্য – কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক মৃতার বাবা-মাকে ফোন জানান তাঁদের মেয়ে আত্মহত্যা করেছেন।
  • বাস্তব – মৃতার বাবা-মায়ের বয়ানে স্পষ্ট, আর জি কর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয়ে দিয়ে একজন তাঁদের ফোনে জানান, খুব সম্ভবত আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে।
  • ভুল তথ্য – বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সিপিএম নেতা মহম্মদ সেলিম পর্যন্ত প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, মৃতার বাবা-মায়ের হাতে দেহ না দিয়ে কলকাতা পুলিশ না কি নিজেরা শ্মশানে গিয়ে শবদাহ করেছেন।
  • বাস্তব – হাইকোর্টে দায়ের হওয়া নথিতে উল্লেখ, পুলিশের পক্ষ থেকে পোস্টমর্টেমের পরে দেহ মৃতার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারই শ্মশানে নিয়ে গিয়ে দেহ দাহ করে।
  • ভুল তথ্য – ধর্ষণ-হত্যার পরে গুজব ছড়ায় গণধর্ষণের।
  • বাস্তব – সিবিআই-এর প্রাথমিক তদন্তে এটি মিথ্যা প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে এক আইনজীবী এই প্রসঙ্গ উত্থাপন করার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি জানিয়ে দেন আমার সামনে পোস্টমর্টেম এবং অটোপসি রিপোর্ট রয়েছে। সোশ্যাল মিডিয়া দেখে ভুলভাল গুজব ছড়াবেন না।
  • ভুল তথ্য – বিভিন্ন জায়গায় খবর ভাইরাল হয়, অভিযোগ করা হয়েছিল আর জি করের ঘটনায় সঞ্জয় রায় গ্রেফতার হলেও নাকি মূল ধর্ষক তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের ছেলে। তিনি ঘটনার পর থেকে নাকি পলাতক।
  • বাস্তব – সৌমেন মহাপাত্র তার ছেলেকে প্রকাশ্যে এনে সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে দেন তার ছেলে আর জি করের ছাত্র নন এবং তিনি অন্যত্র সরকারি চাকরিতে কর্মরত।
  • ভুল তথ্য – আর জি করের চিকিৎসক পড়ুয়া নাকি মারা যাওয়ার আগে মাকে ভিডিও কল করেছিলেন, কীভাবে মারাত্মক আহত করে গলা কেটে দেওয়া হয়েছে।
  • বাস্তব – পুলিশ তদন্তে নেমে জানতে পারে কলকাতার এক মেকআপ আর্টিস্ট মহিলা নিজের মেকআপের কারিগরি দেখানোর জন্য এমন ভিডিও বানিয়েছেন রক্তাক্ত সেজে
  • ভুল তথ্য – ধৃত সঞ্জয় রায় বিহারের বাসিন্দা। রায়কে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার এর চাকরি দিয়েছে এবং সে ধর্ষণ করেছে।
  • বাস্তব – আর জি করের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ধৃত সঞ্জয় রায় আজন্ম কলকাতার বাসিন্দা

 


Related articles

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...

এবার বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি: স্বর্ণ ব্যবসায়ী খুনে ক্রমশ স্পষ্ট বিডিও-র যোগ

বেলদার স্বর্ণ ব্যবসায়ীর খুনে রাজগঞ্জের বিডিও-র নীলবাতি গাড়িই ব্যবহার হয়েছিল, এমন অভিযোগ উঠেছে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবার তদন্তের...

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...
Exit mobile version