Thursday, August 28, 2025

জল্পনার অবসান , ১৩ সেপ্টম্বর থেকে শুরু আইএসএল, ১৯ অক্টবর মুখোমুখি ইস্ট-মোহন

Date:

জল্পনার অবসান। ঘোষণা হয়ে গেল ২০২৪-২৫ মরশুমের আইএসএল-এর সূচি। ১৩ সেপ্টম্বর থেকে শুরু ইন্ডিয়ান সুপার লিগ। প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের সামনে গতমরশুমের চ্যাম্পিয়ন দল মুম্বই সিটি এফসি। ম্যাচ শুরু সাড়ে সাতটা থেকে। মরশুমের প্রথম ডার্বি ১৯ অক্টবর ।

অবশেষে ঘোষণা হয়ে গেল আইএসএল-এর পর্বের সূচি। ১৩ সেপ্টেম্বর যখন আইএসএল-এর অভিযান শুরু করছে মোহনবাগান। ঠিক তার পরের দিন অর্থ্যাৎ ১৪ সেপ্টেম্বর আইএসএল-এর অভিযান শুরু ইস্টবেঙ্গল এফসি। লাল-হলুদের সামনে প্রথম ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু এফসি। অপরদিকে আইএসএল-এ নতুন সদস্য কলকাতার আরেক বড় ক্লাব মহামেডান স্পোর্টিং তাদের অভিযান শুরু করছে ১৬ সেপ্টম্বর । প্রথম ম্যাচে তাদের সামনে নর্থইস্ট ইউনাইটেড এফসি। মহামেডান তাদের ঘরের মাঠে ম্যাচ খেলবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।

আইএসএল-এ মহামেডান যোগ দেওয়ায় এবার ডার্বির সংখ্যা বেড়ে হয়েছে ৬। এবার মোট ৬টি ডার্বি খেলা হবে। কারণ তিন প্রধানই এবারের আইএসএল-এ অংশ নিচ্ছে। মরশুমের প্রথম ২টি কলকাতা ডার্বি অক্টোবরে অনুষ্ঠিত হবে। ৫ অক্টবর মিনি ডার্বি। ওই দিন যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান এবং মহামেডান। ১৯ অক্টবর মেগা ডার্বি। মরশুমের বড় ম্যাচ। যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। তবে এখনও পুরো সূচি প্রকাশ করা হয়নি এফএসডিএল-এর পক্ষ থেকে। যদিও হায়দ্রাবাদ এফসির ম্যাচ সূচি এআইএফএফ ক্লাব লাইসেন্সিং পাশ করার উপর নির্ভর করছে।

গত মরশুমে মোহনবাগানের সঙ্গে কড়া টক্কর হয়েছিল মুম্বইয়ের।ফাইনালে শেষ অবধি আইএসএল ট্রফি জেতে মুম্বই সিটি। আর লিগ শিল্ড জিতে নেয় সবুজ-মেরুন ক্লাব। তবে সেই দ্বৈরথ যে এ মরশুমে আরও বাড়বে তা অনুমান করাই যায়। আর সেই হাইভোল্টেজ ম্যাচ দিয়েই শুরু হবে এবারের লিগ।

আরও পড়ুন- এক গোলে পিছিয়ে থেকেও রেলওয়ে ৮-১ উড়িয়ে দিল মোহনবাগান


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version