Tuesday, August 26, 2025

জম্মু ও কাশ্মীরে ৪৪ প্রার্থী দিয়েও পিছিয়ে এসে ১৫ আসনে ঘোষণা বিজেপির

Date:

সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৪৪ আসনে প্রার্থী ঘোষণা করেও পিছিয়ে এল বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করা হল।শেষ পর্যন্ত ৪৪ নয়, মাত্র ১৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।কিন্তু কেন এই পিছিয়ে আসা? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

২০১৯ সালে বিশেষ মর্যাদা হারানো ও জম্মু ও কাশ্মীর দু’ভাগে বিভক্ত হওয়ার পর এই প্রথম বিধানসভা নির্বাচন। তিন দফায় জম্মু ও কাশ্মীরে ৯০ টি আসনে হবে নির্বাচন।দফায় দফায় বৈঠকের পর সোমবার ৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। যেখানে প্রথম দফার ১৫ আসন, দ্বিতীয় দফার ১০ আসন এবং তৃতীয় দফার ১৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।১৪ জন মুসলিমকে টিকিট দেওয়া হয়। যার মধ্যে ৮ জনকে প্রার্থী করা হয় জম্মুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রগুলিতে।এছাড়াও কাশ্মীরের দুটি কেন্দ্রে দুই কাশ্মীরী পণ্ডিতকে টিকিট দেয় গেরুয়া শিবির। একজন মহিলা ও দলিতকে টিকিট দেওয়া হয় বিজেপির তরফে।কিন্তু তালিকা প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সেই তালিকা প্রত্যাহার করে নেয় বিজেপি। এর পর শুধুমাত্র প্রথমদফার নির্বাচনের জন্য যে ১৫ আসনের তালিকা ঘোষণা করা হয়েছিল সেটাই আবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।প্রসঙ্গত, ৯০ আসনের জম্মু ও কাশ্মীর বিধানসভায় কাশ্মীরে রয়েছে ৪৭টি আসন, ৪৩টি আসন রয়েছে জম্মুতে। আগামী ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট তিন দফায় নির্বাচন হবে এখানে। ৪ অক্টোবর হবে ভোট গণনা। জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। সেই নির্বাচনে ২৫টি আসনে জয় পায় বিজেপি, ২৮টি আসন জেতে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স ১৫টি এবং কংগ্রেস ১২টি আসন জেতে। বিজেপি ও পিডিপি জোট বেঁধে সরকার গঠন করে।

 

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version