Wednesday, November 5, 2025

হোটেলে কোন ‘ছাত্রনেতা’? পুলিশের ভিডিওতেই প্রকাশ্যে আন্দোলনের মিথ্যাচার

Date:

ছাত্রসমাজের নেতার মুখোশ আগেই খুলে গিয়েছিল। রাজনৈতিক মদতেই যে মঙ্গলবারের নবান্ন অভিযান, সাংবাদিক বৈঠক করতে এসে ঝুলি থেকে সেই বিড়াল বেরিয়ে পড়ার পরে প্রায় পালিয়ে বেঁচেছেন ছাত্র সমাজের মুখোশ পরে আন্দোলন করতে আসা নেতারা। এবার পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হল সেই ভিডিও, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আন্দোলনের আহ্বায়ক সায়ন লাহিড়িকে কলকাতা এক পাঁচতারা হোটেলে ঢুকতে। তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ না করা হলেও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হল আন্দোলনের ডাক দেওয়ার দুদিন আগে নেতার গতি কীসের ইঙ্গিত দিয়েছিল।

নবান্ন অভিযানের আগের দিন রাজ্য পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে দাবি করা হয় নবান্নের মতো সংরক্ষিত জায়গায় কোনও কর্মসূচি করার জন্য অনুমতি নিতে হয়। সেই অনুমতি নেয়নি হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা ছাত্র সমাজ। পুলিশ এই বিবৃতি পেশের পরই ই-মেলে অনুমতি চায় ছাত্র সমাজ। যদিও পুলিশের পক্ষ থেকে ফের একটি সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এরকম কোনও আন্দোলনের অনুমতি রাজ্য পুলিশ দিচ্ছে না। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে জোরালো দাবি করা হয় কোনওভাবেই মঙ্গলবারের নবান্ন অভিযান অরাজনৈতিক নয়।

সোমবার বিকালে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার ছাত্র সমাজের নেতার হোটেলে ঢোকার সেই ভিডিও ফুটেজ প্রকাশ করেন। যেখানে স্পষ্ট দেখা যায় সায়ন লাহিড়িকে। হোটেলের লবিতে গাড়ি দাঁড় করিয়ে তিনজন ঢুকে আসেন ভিতরের দিকে। তাঁদের মধ্যে একজন ছিলেন সায়ন নিজে। পাঁচতারা হোটেলে ঢুকতে দেখা যায়। তিনি দাবি করেন, এই পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করতেই গিয়েছিলেন সায়ন লাহিড়ি। তিনি পাশাপাশি দাবি করেন, এই বিষয়টি আদালতের সামনেও নিয়ে যাওয়া হবে পুলিশের পক্ষ থেকে।

অন্যদিকে আন্দোলনে নামার আগে সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন সায়ন। তাঁকে হোটেলে যাওয়া ও রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করার বিষয়ে প্রশ্নও করা হয়। তিনি উত্তরে স্পষ্ট জানান, তিনি এব্যাপারে কিছু জানেন না। মিথ্যাচার করে সাধারণ মানুষের আন্দোলন হাইজ্যাক করার পাশাপাশি এই আন্দোলনের নেতাদের মিথ্যাচারও এই উত্তরে সকলের সামনে চলে এসেছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version