Saturday, November 8, 2025

যত কাণ্ড যোগীরাজ্যে! বিছানা ভেবে রেল লাইনেই ‘শান্তির ঘুম’, ‘কুম্ভকর্ণ’কে জাগাতে মাথা খারাপ চালকের 

Date:

ঘুম পেলে কার মাথার ঠিক থাকে? যেখানে হোক শুয়ে পড়লেই হল। তবে এমন ঘুমের (Deep Sleep)কথা আগে কেউ শুনেছেন কি না তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে এই ঘুম কুম্ভকর্ণকেও হার মানিয়েছে। কিন্তু তিনি যে রেললাইনকে (Railway track) বালিশ ভেবে জড়িয়ে এভাবে ঘুমোবেন তা হয়তো কেউ কল্পনা করেননি। ঘুম ভাঙাতে সে একেবারে হুলস্থুল কাণ্ড। ট্রেনের হর্ন বাজিয়েও সেই ঘুমে ব্যাঘাত ঘটানো সম্ভব হয়নি। শেষমেশ এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থেকে নেমে কলিযুগের কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে হল খোদ চালককে। উত্তরপ্রদেশের (Uttarpradesh) এমন ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দিনেদুপুরে রেললাইনে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি! লাইন দিয়ে ট্রেন আসতে পারে জেনেও সে এক অদ্ভুত শান্তির ঘুম। ওই ট্র্যাকে ট্রেন এলেও সেদিকে নজর ই পড়েনি যোগীরাজ্যের ওই কুম্ভকর্ণের। ট্রেনের চালক বারবার হর্ন বাজারেও তাঁর ঘুম ভাঙেনি। অগত্যা চালক ট্রেন থেকে নেমে ওই ব্যক্তিকে সরিয়ে পরিস্থিতি সামাল দেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, রেললাইনে মাথা দিয়ে শান্তির ঘুম ঘুমোচ্ছেন এক ব্যক্তি। রোদ্দুর থেকে বাঁচতে মাথাটি আড়াল করে রেখেছেন ছাতা দিয়ে! তাঁর কয়েক হাত পিছনেই দাঁড়িয়ে রয়েছে ট্রেন। এরপর ট্রেন চালক রীতিমতো লাইনে নেমে ওই ব্যক্তির ঘুম ভাঙাচ্ছেন। ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। কেউ এমন দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য ওই ব্যক্তির চরম সমালোচনা করেছেন, কেউ আবার বিদ্রুপের সুরে তাঁর ঘুমকে সাধুবাদ জানিয়েছেন।

তবে ঘুম ভাঙতেই ওই ব্যক্তি রীতিমতো হকচকিয়ে ওঠেন। নিজের ভুলের জন্য ক্ষমাপ্রার্থনাও করেন। এরপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। কিন্তু রেল চালকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।


Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version