Saturday, August 23, 2025

১) আজ ডুরান্ড কাপের সেমিফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন দল সবুজ-মেরুন। সেই ধারাই বজায় রাখতে চায় সবুজ-মেরুন। সেমিফাইনালে বিএফসি। প্রতিপক্ষকে সমীহ বাগান কোচ জোসে মোলিনার। তবে তাঁর দলও তৈরী সেকথা জানাতে ভুললেন না সবুজ-মেরুন কোচ। জানিয়ে দিলেন নির্ধারিত সময় গোল তুলে নিতে চান তিনি।

২) ডার্বি বাতিলের পর ফের রাজ্যে ফিরে এসেছে ডুরান্ড কাপ । মোহনবাগান-বিএফসি ম্যাচের হাত ধরে ফিরছে ডুরান্ড। তবে তার আগে বেশ কিছু সতর্কতা জারি করেছে বিধাননগর পুলিশ। যা প্রকাশ করা হয়েছে মোহনবাগানের তরফ থেকে। যেখানে সমর্থকদের টিফো-ড্রাম-ব্যানার নিয়ে মাঠে প্রবেশে নিষেধ করা হয়েছে।

 

৩) ১০০ গ্রাম ওজন বেশি থাকায় প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেও, বাতিল হতে হয়েছে ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটকে। এর ফলে পদক হাতছাড়া হয় ভারতীয় কুস্তিগিরের। তবে পদক হাতছাড়া হলেও, বিনেশের সম্পত্তি প্রায় বেড়েছে সাতগুণ । জানা যাচ্ছে, প্যারিস অলিম্পিক্সের আগে বিনেশের মোট সম্পদ ছিল প্রায় ৫ কোটি টাকা। কিন্তু এখন সেই সম্পদ বেড়ে পৌঁছেছে ৩৬.৫ কোটি টাকায় ।

৪ গত শনিবারই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল এবং ঘোরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন তিনি। তবে এরই মধ্যে আবার ক্রিকেটে ফেরার কথা জানান টিম ইন্ডিয়ার গব্বর। তবে সেটা লেজেন্ডস লিগ ক্রিকেট।

৫) প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন কোচ সেন গোরান এরিকসন। মৃত্যুকালে এরিকসনের বয়স হয়েছিল ৭৬ বছর। ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি কোচ ছিলেন তিনি। গত জানুয়ারিতে তাঁর ক্যানসার ধরা পড়ে। তারপর থেকে চিকিৎসাধীন ছিলেন এরিকসন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলের কোচ ছিলেন তিনি।

আরও পড়ুন-সেমিফাইনালে নামার আগে প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের, কী বললেন তিনি?

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version