Friday, November 7, 2025

সাঁতরাগাছিতে পুলিশকে ইট-লাঠি! ‘বিজেপির গুণ্ডাদের’ শক্ত হাতে নিয়ন্ত্রণ পুলিশের

Date:

শান্তিপূর্ণ নবান্ন অভিযানের নামে কিছু গুণ্ডাবাহিনী দিয়ে সাঁতরাগাছিতে অশান্তি তৈরি করার চেষ্টা আন্দোলনকারীদের। পুলিশের দিকে ইট, লাঠি ধেয়ে আসতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশ বাহিনী। ব্যারিকেড ভাঙতেই অল্প সংখ্যক আন্দোলনকারীকে নিয়ন্ত্রণ করে সাঁতরাগাছির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বেআইনি নবান্ন অভিযান নিয়ে প্রথম থেকেই সতর্ক ছিল রাজ্য পুলিশ। সাঁতরাগাছিতে ‘অন্তর্ঘাতমূলক’ কাজের অভিযোগ তোলে শাসকদল।

সকাল থেকেই সাঁতরাগাছিতে ব্যারিকেড তৈরি করে অশান্তি আটকানোর প্রক্রিয়া জারি রেখেছিল রাজ্য পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে অল্প পরিমাণ জমায়েত দেখা যায়। ছাত্রদের নামে আন্দোলন করা বাহিনী প্রথমে একের পর এক ব্যারিকেড ভাঙে। তারপরই শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পতাকার লাঠি খুলে নিয়েও ছুঁড়তে দেখা যায়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর দিকে তেড়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। তবে তারপরে বার বার বিভিন্ন গলি দিয়ে, সাঁতরাগাছি স্টেশনের দিক থেকে ব্যারিকেডের দিকে এগিয়ে যেতে থাকে আন্দোলনকারীরা। আর বারবার ইটবৃষ্টি করা হয়।

গোটা ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ইট ছোঁড়ার অভিযোগ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনের স্পেস দিয়েছিল। আপনাদের লোক নেই। কয়েকজন গুণ্ডাকে লেলিয়ে দিয়ে অশান্তি করার চেষ্টা করেছিলেন। ব্যারিকেড ভাঙতে গেছেন, পুলিশকে ইট ছুঁড়েছেন। একটা সময়ের পরে তো পুলিশ বাধা দেবে। ব্যারিকেড সরিয়ে দিয়ে যদি অন্তর্ঘাতমূলক কাজ করিয়ে দেওয়া হয়, পুলিশ তো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version