Thursday, August 28, 2025

ওবিসি সংরক্ষণ মামলায় (OBC Certificate Case) নথি জমা দেওয়ার জন্য সময় চাইল রাজ্য, পিছিয়ে গেল সুপ্রিম শুনানি। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি ছিল। এই কেসে প্রচুর মামলাকারী থাকায় রাজ্যের আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal) জানান যে এত নথি পর্যবেক্ষণের জন্য কিছুটা সময় প্রয়োজন। এরপরই রাজ্যের আবেদন মঞ্জুর করে আগামী সোমবার (২ সেপ্টেম্বর) মামলার পরবর্তী শুনানির নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ ওবিসি সংরক্ষণ মামলায় ২০১০ সালের পর থেকে তৈরি হওয়া সব ওবিসি শংসাপত্রগুলি বাতিলের নির্দেশ দেয়। এই সংখ্যাটা ছিল প্রায় ১২ লক্ষ। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানায়, যাঁরা ইতিমধ্যেই ওই শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়ে গিয়েছেন, বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের উপর কোনও প্রভাব পড়বে না। কিন্তু সরকারি চাকরি বা অন্য কোনও ক্ষেত্রে সংরক্ষণের জন্য ওই শংসাপত্রগুলি ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ না দিলেও, কোন তথ্য-পরিসংখ্যানের ভিত্তিতে ৭৭টি সম্প্রদায়কে OBC হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং রাজ্যের অনগ্রসর কমিশনের সঙ্গে এ বিষয়ে কোনও আলোচনা হয়েছিল কিনা সেই বিষয়ে রাজ্যের হলফনামা চায়। সেই মামলার শুনানিতেই নথি জমা দিতে আরও কিছুটা সময় চাইল রাজ্য।


Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version