Thursday, January 1, 2026

ডাক্তারদের কর্মবিরতি: ১৮ দিনে চিকিৎসা থেকে বঞ্চিত ৬ লক্ষ নিরপরাধ রোগী

Date:

Share post:

আর জি করে (RG Kar Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। এই ঘটনার প্রতিবাদে সরকারি হাসপাতালগুলির একশ্রেণির জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতি চলছে। যা ১৮দিন পার। কর্মবিরতির জেরে সরকারি হাসপতালগুলিতে লক্ষ লক্ষ রোগী চিকিৎসা পরিষেবা পরিষেবা থেকে বঞ্চিত। ডাক্তারের অভাবে আট থেকে আশি মুমূর্ষ রোগীদের দিক থেকেও মুখ ফেরাচ্ছে হাসপাতালগুলি। বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় ঘটেছে। রোগীরা পরিবার পরিজনরাও আর জি করের নির্যাতিতার দোষীদের শাস্তি চায়। কিন্তু তাঁদের একটাই বক্তব্য, ধর্ষণ খুনিদের শাস্তি কেন ভোগ করতে হবে নিরপরাধ অসহায় রোগীদের। সুপ্রিম কোর্ট বলার পরও নিজেদের অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা।

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের জেরে হাসপাতালে হাসপাতালে চড়কিপাক খেয়েও চিকিৎসা না পাওয়া, হতদরিদ্র রোগীদের মৃত্যু, গরিব মানুষের কান্নার
আওয়াজ পর্যন্ত পৌঁছছে না কর্মবিরতি করা চিকিৎসকদের কানে। কর্মবিরতির এই ১৮ দিনে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন ৬ লক্ষের বেশি মানুষ। বিষয়টি নিয়ে গত ক’দিনে ক্ষোভে ফেটে পড়েছেন রোগীর পরিজনরা। তাঁদের বক্তব্য, প্রতিবাদ চলুক, পরিষেবাও চলুক।

সাধারণ সময়ে রাজ্যের ২৪টি সরকারি মেডিক্যাল কলেজের আউটডোরে প্রতি ১৫ দিনে পরিষেবা পান অন্তত ১০ লক্ষ ২ হাজার রোগী। সেখানে কর্মবিরতির এই ১৮দিনে আউটডোর পরিষেবা নিতে পেরেছেন অর্ধেকের কম—৪ লক্ষ ৮০ হাজার মানুষ। অর্থাৎ, পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন ৫ লক্ষ ৪০ হাজারের বেশি মানুষ। একইভাবে বছরের যে কোনও সাধারণ দিনে গড়ে প্রায় সাড়ে ৬ হাজার মানুষ এই সব মেডিক্যাল কলেজগুলিতে ভর্তি হন। তা এখন কমে হয়েছে ৪ হাজার। ইনডোরে ভর্তির সুবিধা থেকেও বঞ্চিত হয়েছেন সাড়ে ৪০ হাজার মানুষ। এমনকী আন্দোলনের জেরে সরকারি মেডিক্যাল কলেজগুলির ইমার্জেন্সিতেও ২৫ হাজার মানুষ কম এসেছেন। আড়াই হাজারেরও বেশি অপারেশন কম হয়েছে। রোজ গড়ে ৫৭ হাজার রোগীর ল্যাবটেস্ট বা রোগ ও রক্তপরীক্ষা হয় রাজ্যের শীর্ষস্তরের সরকারি হাসপাতাল বা মেডিক্যাল কলেজগুলিতে। সেই হিসেবে ১৮ দিনে নিখরচায় টেস্টের সুবিধা পান ৯ লক্ষ মানুষ। ডাক্তারদের কর্মবিরতির জেরে তাও অর্ধেক কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ থেকে সাড়ে চার লক্ষতে। ভাটা পড়েছে রক্ত সংগ্রহেও।

আরও পড়ুন: চিকিৎসকদের কর্মবিরতি: সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ভূমিকায় নার্স!

 

spot_img

Related articles

বর্ষবরণের রাতে রায়গঞ্জে নিহত তৃণমূল নেতা, গ্রেফতার ২

বর্ষবরণের রাতে প্রাণ হারালেন তৃণমূল নেতা (TMC Leader)। গুলি বিদ্ধ হয়ে প্রাণ হারালেন উত্তর দিনাজপুরের জেলা তৃণমূলের সহ-সভাপতি...

প্রশ্ন করায় অশ্রাব্য গালিগালাজ কৈলাসের! সাংবাদিককের সাহসের প্রশংসা অভিষেকের

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দোরেই নোংরা পানীয় জল খেয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে...

SIR শুনানি আতঙ্ক অব্যাহত: নতুন বছরের শুরুতেই গেল দুই প্রাণ

দেশের নাগরিক হয়েও প্রমাণ করতে হচ্ছে নাগরিকত্ব। দিন আনা দিন খাওয়া বাংলার মানুষের উপর কেন্দ্রের সরকারের চাপ অব্যাহত।...

মুখোশের আড়ালে বিরুষ্কা! বর্ষবরণে বিদেশে ধোনি, শুভেচ্ছা সৌরভ-মিতালিদের

বিদায় ২০২৫, স্বাগত ২০২৬। নতুন স্বপ্ন, নতুন আশাকে সঙ্গী করেই সূচনা ইংরেজি নববর্ষের(New Year 2026)।  পরিবারকে সঙ্গে নিয়েই...