Saturday, November 8, 2025

ন্যায় বিচারের দাবিকে নিছক রাজনীতির চাল হিসাবে প্রয়োগ করা বিজেপির আসল চেহারাটা মঙ্গলবার নবান্ন (Nabanna) অভিযানেই সামনে চলে এসেছিল। তাই বুধবার ঘটা করে বনধ ডাকলেও রাজ্যের মানুষ কর্মনাশা বনধের পরিকল্পনা ব্যর্থ করেছে। একমাত্র কেন্দ্র সরকারের অধীন রেলপথ বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা করলেও দিনের শেষে রেল চলাচলও স্বাভাবিক হয়ে যায়।

বুধবার রাজ্যের শিল্পাঞ্চলে (industrial belt) উপস্থিতি ছিল ৮৪ থেকে ৮৬ শতাংশ। চা বাগানে (tea garden) উপস্থিতি ছিল ৮২-৮৩ শতাংশ। আইটি সেক্টরে (IT sector) ১০০ শতাংশ। রাজ্য সরকারের তরফে মঙ্গলবারই ঘোষণা করা হয়েছিল কর্মনাশা বনধে রাজ্য সরকারের কোনও সমর্থন নেই। ফলে নবান্নে (Nabanna) উপস্থিতি ছিল ৯০ শতাংশ। রাজ্যে সব সরকারি দফতরগুলি মিলিয়ে উপস্থিতি ছিল ৯৪.৮৫ শতাংশ। পরিবহনও ছিল স্বাভাবিক।

শুধুমাত্র রেল পরিবহনে সকালের দিকে কিছু জায়গায় বাধা পড়ে। বিভিন্ন জেলায় দেখা যায় বিজেপি কর্মীরা লোকাল ট্রেনে করে এসে বিভিন্ন স্টেশনে অবরোধ করেন। এমনকি অবরোধ তুলতে কোথাও আরপিএফেরও দেখা পাওয়া যায়নি। কার্যত বিজেপির বাংলা বনধে স্বতঃপ্রণোদিতভাবে সাহায্যে নেমে পড়ে রেল। তৃণমূলের পক্ষ থেকে রেলের ভূমিকার সমালোচনা করা হয়। তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, “সারা বাংলা সচল ছিল। সকালের দিকে কিছু জায়গায় একটু কম লোক দেখা গিয়েছে। কারণ গতকালের গুণ্ডামিতে মানুষ কিছু ভয় পেয়েছে। কিছু দোকান একটু দেরিতে খুলেছে। কারণ ট্রেন লাইনটা রেল কর্তৃপক্ষ (Indian Railway) আর বিজেপি গটআপ করে দেরি করিয়েছিল।”

বুধবারও বনধকে ঘিরে কয়েকটি জায়গায় অশান্তি তৈরির চেষ্টা করে বিজেপি। তাতেই আরও স্পষ্ট হয়ে গিয়েছে আর জি করের ন্যায় বিচার নয়, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা তোলা উদ্দেশ্য বিজেপির, দাবি তৃণমূলের। কুণাল বলেন, “আর জি করের ন্যায় বিচার আমরাও চাই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান, দলও চায়। গ্রেফতারটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে। সিবিআই এখনও কিছু করতে পারেনি। তারা নবান্ন অভিযান বলে গণ্ডগোল করেছে। তদন্তে দেরি থেকে নজর ঘোরাতে। তদন্তের দেরি করা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য।”

Related articles

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...
Exit mobile version