Sunday, November 9, 2025

বিজেপির ডাকা বনধে উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিক্ষিপ্ত উত্তেজনার সৃষ্টি হয়েছে। সকালে বনধের বিরোধীতায় পথে নামে তৃণমূল কংগ্রেস।বেলা একটু বাড়তেই রায়গঞ্জে পথে নেমে পড়েন বিজেপির নেতা কর্মীরা। রায়গঞ্জ শহরে অবস্থিত বিজেপি কার্য্যালয়ের সামনে রাস্তায় চলে পিকেটিং। টোটো থেকে শুরু করে ছোটো ছোটো গাড়িও আটকে দেওয়া হয়। পিকেটিং চলাকালীন ওই পথে দিয়ে বাইক মিছিল করে তৃণমূল। বনধ ব্যর্থ করার স্লোগান তোলেন তারা।

এদিকে বিজেপির পিকেটিং চলাকালীন সেখানে উপস্থিত হয় রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী। পুলিশ ধর্মঘটীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তুমুল বচসা শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে। রায়গঞ্জ শহরের পুর বাসস্ট্যান্ড সংলগ্ন লেভেল ক্রসিংয়ে বিজেপি নেতা ও কর্মীরা রাস্তা অবরোধ করেন। পুলিশের সঙ্গে বিজেপি নেতা ও কর্মীদের তুমুল ধ্বস্তাধস্তি শুরু হয়। নিজেকে ছাড়াতে এক মহিলা পুলিশ কর্মীর হাতে কামড় বসিয়ে দেন বিজেপির এক মহিলা কর্মী। আন্দোলনকারীদের কার্যত তুলে নিয়ে নিয়ে যায় পুলিশ। এরপর স্বাভাবিক হয় যান চলাচল।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গন্ডগোল রুখতে শহরের বিবেকানন্দ মোড়, কালীবাড়ি, বাসস্ট্যান্ড, রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে চলছে পুলিশি টহলদারী৷ শহরের মোড়ে মোড়ে মোতায়েন ছিল পুলিশ। সারা রাজ্যের পাশাপাশি হেমতাবাদে বিজেপির ডাকা ১২ঘন্টার বনধ সফল করতে রাজ্য সড়ক অবরোধ করা হয়। টায়ার জালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। বিক্ষোভ চলাকালীন আটক করা হয় বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, জেলা নেতা জয়ন্ত রায়কে। বুধবার সকালে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় হেমতাবাদ থানার পুলিশ।

এদিন ইসলামপুরে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে গন্ডগোলে জড়িয়ে পড়ে  বিজেপি ও তৃণমূল কর্মীরা।পরিস্থিতি সামাল দিতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীর। দুজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি সমস্ত প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুসারে এদিন স্কুল, কলেজ, সরকারি বিভিন্ন দফতর খোলা ছিল। স্কুল গুলিতে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হলেও পড়ুয়ার সংখ্যা কম ছিল। কর্নজোড়ায় প্রশাসনিক কাজকর্ম ছিল স্বাভাবিক।

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version