Sunday, August 24, 2025

ধর্ষণের শাস্তি ফাঁসি: ১০দিনের মধ্যে বিধানসভায় বিল আনছেন মুখ্যমন্ত্রী

Date:

ধর্ষণের শাস্তি ফাঁসি। ১০ দিনের মধ্যে বিধানসভায় বিল আনছেন। বুধবার, মেয়োরোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে আইন পাশ করানো হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, “ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব বিধানসভায়। তাতে রাজ্যপালকে সই করতেই হবে। না হলে রাজভবন ঘেরাও করবে বাংলার মহিলারা। টানা ধর্না চলবে।”মেয়ো রোডের সভায় প্রথমেই আর জি কর-সহ সব জায়গার নির্যাতিতাদের প্রতি সমবেদন জানান মমতা (Mamata Banerjee)। এর পরেই ধর্ষণে ফাঁসির দাবিতে সরব হন তিনি। বলেন, “রাজ্যের হাতে আইন থাকলে আমরা অনেক আগেই ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন আনতাম। কিন্তু অনেক অপেক্ষা করেছি। আর নয়। এবার বিধানসভায় বিশেষ অধিবেশনে ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির বিল আনব।”

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “স্পিকারকে বলে আমি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আগামী ১০ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসির আইন পাশ করে আমরা রাজ্যপালের কাছে পাঠাব।” রাজ্যপালের উদ্দেশে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “রাজাবাবু আবার দিনের পর দিন বিল আটকে রাখবেন! এ জিনিস বরদাস্ত করব না।” সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন রাজভবনেরই এক মহিলা কর্মী। সেই প্রসঙ্গও উল্লেখ করেন মমতা।

ধর্ষণে ফাঁসির সাজার পক্ষে সওয়াল করতে গিয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দাবির কথাও উল্লেখ করেন তৃণমূল সভানেত্রী। বলেন, “অভিষেক ঠিকই বলেছে। বিজেপি কেন ফাঁসির জন্য কঠোর সাজা আনছে না। আসলে ওরা জানে, তাতে ওদের সব লোক জেলে ঢুকে যাবে।”

এর পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ-বিরোধী আইন পাশ করিয়ে নেবেন। আর সেটা করবেন আগামী ১০ দিনের মধ্যেই।






Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version