ধর্ষণের শাস্তি ফাঁসি। ১০ দিনের মধ্যে বিধানসভায় বিল আনছেন। বুধবার, মেয়োরোডে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে আইন পাশ করানো হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, “ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব বিধানসভায়। তাতে রাজ্যপালকে সই করতেই হবে। না হলে রাজভবন ঘেরাও করবে বাংলার মহিলারা। টানা ধর্না চলবে।”
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “স্পিকারকে বলে আমি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আগামী ১০ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসির আইন পাশ করে আমরা রাজ্যপালের কাছে পাঠাব।” রাজ্যপালের উদ্দেশে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “রাজাবাবু আবার দিনের পর দিন বিল আটকে রাখবেন! এ জিনিস বরদাস্ত করব না।” সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন রাজভবনেরই এক মহিলা কর্মী। সেই প্রসঙ্গও উল্লেখ করেন মমতা।
ধর্ষণে ফাঁসির সাজার পক্ষে সওয়াল করতে গিয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দাবির কথাও উল্লেখ করেন তৃণমূল সভানেত্রী। বলেন, “অভিষেক ঠিকই বলেছে। বিজেপি কেন ফাঁসির জন্য কঠোর সাজা আনছে না। আসলে ওরা জানে, তাতে ওদের সব লোক জেলে ঢুকে যাবে।”
এর পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ-বিরোধী আইন পাশ করিয়ে নেবেন। আর সেটা করবেন আগামী ১০ দিনের মধ্যেই।