Sunday, November 9, 2025

স্ক্রুটিনি ছাড়াই পাশ গুরুত্বপূর্ণ বিল! দ্রুত সংসদীয় কমিটি পুনর্গঠনে নাড্ডাকে চিঠি তৃণমূলের 

Date:

মোদি সরকারের কোনও মন্ত্রকের সংসদীয় কমিটি (Parliamentary Standing Committee) গঠন হয়নি। যার জেরে স্ত্রুটিনি ছাড়াই গুরুত্বপূর্ণ বিল পাশ করছে সরকার। এমনই অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস (TMC)। নতুন সরকার গঠনের ৪ মাস সময় পেরিয়ে গেলেও কোনো মন্ত্রকের কমিটি গঠনের দিকে নজর নেই মোদি সরকারের। এবার দ্রুত কমিটি গঠনের দাবিতে মোদি সরকারের মন্ত্রী জে পি নাড্ডাকে (J P Nadda) চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। চিঠিতে দ্রুত সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন ডেরেক।
ডেরেকের সাফ দাবি, সরকার আশ্বাস দিয়েছিল বাদল অধিবেশন শেষ হওয়ার আগেই সংসদের সব মন্ত্রকের কমিটি গঠন হয়ে যাবে। কিন্তু অগাস্ট পেরোতে চললেও এসব নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই মোদি সরকারের। এরপরই দ্রুত সব সংসদীয় কমিটি গঠন করার দাবি জানান তিনি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে শরিকদের উপর ভর করে সরকারে এসেছেন মোদি। বিরোধীদের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সংসদীয় কমিটিগুলিতেও এবার গুরুত্ব বাড়বে বিরোধীদের। সেকারণেই সম্ভবত সংসদীয় কমিটি গঠনে এত ঢিলেমি করছে কেন্দ্রের মোদি সরকার। ডেরেকের অভিযোগ, এই কমিটিগুলি গঠন না হওয়ায় বহু গুরুত্বপূর্ণ বিল কোনওরকম স্ক্রুটিনি ছাড়া পাশ করাচ্ছে সরকার। পাশাপাশি মোদি সরকার বরাবরই সংসদীয় কমিটিগুলিকে এড়িয়ে সরাসরি বিল পাশ করিয়ে নেয় বলেও অভিযোগ ডেরেকের। তাঁর দাবি, ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ১০ বছরে মাত্র ১৩ শতাংশ বিল স্ক্রুটিনির জন্য পাঠিয়েছে মোদি সরকার।
চিঠিতে তৃণমূলের রাজ্যসভার দলনেতা আরও লেখেন, সব দলকে জানানো হয়েছিল ১৭ জুলাইয়ের মধ্যে নিজেদের প্রতিনিধিদের নাম জানাতে। সেই মতো তৃণমূল ১২ জুলাইয়ের মধ্যে সব কমিটিতে নিজেদের প্রতিনিধিদের নাম জানিয়ে দেয়। এরপরই মোদি সরকারের তরফে মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাদল অধিবেশন চলাকালীন কমিটি গঠন হয়ে যাবে। কিন্তু অগাস্ট শেষ হতে চললেও সংসদীয় কমিটি গঠনের কোনো তোড়জোড় দেখা যায়নি।

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...
Exit mobile version