Saturday, May 3, 2025

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) মৃত চিকিৎসক তরুণীর দেহের উপর সবুজ চাদর ছিল বলে, যে দাবি করেছিল পরিবার তা নস্যাৎ করে দিল পুলিশ। পরিবারের তরফে বলা হয় যে তাঁরা যখন দেহ দেখেছিলেন তখন সেখানে সবুজ চাদর ছিল। পরবর্তীতে যে ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসে সেখানে চাদরের রং নীল। এরপরই তথ্য প্রমাণ লোপাটের জন্য চাদর বদলে দেওয়া হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। সমাজমাধ্যমে দ্রুত খবর ছড়িয়ে পড়তেই স্পষ্ট বিবৃতি দিল কলকাতা পুলিশ (Kolkata Police)।

হাসপাতালে কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য বাইরে আসছে। পরিবারের দাবি, যখন তাঁদের দেহ দেখানো হয়েছিল তখন ছিল সবুজ চাদর। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে নীল চাদরে মোড়া চিকিৎসকের দেহ। তাহলে কি কিছু লুকোতে বদলে ফেলা হয়েছিল চাদর? এই নিয়ে বিভ্রান্তি ছড়াতেই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (Indira Mukherjee) বলেন, বৃহস্পতিবার সকাল থেকে মৃতদেহের ঢাকা দেওয়া চাদরের রং নিয়ে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে। তিনি সাংবাদিকদের জানান, সেমিনার রুমে যে চাদর দিয়ে কভার করা হয়েছিল, সেটার রং নীল ছিল। তিনি বলেন ছবি এবং ভিডিওগ্রাফি করার সময় যে তিনটি ধাপ থাকে অর্থাৎ ইনকোয়েস্ট, ফরেনসিক এবং সিজার তৈরি হওয়া। এই তিনটি পর্যায়ে চাদর নীল ছিল। এই ধরনের পদ্ধতির সময় উইটনেস বা সাক্ষী থাকে সে ক্ষেত্রে ডাক্তাররাও সেখানে উপস্থিত ছিলেন। এমনকি কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন CBI-এর কাছে তদন্তভার যায়, সেখানেও নীল রঙের উল্লেখ রয়েছে। কেস ডায়েরিতেও অন্য কোন রংয়ের কথা বলা নেই।


Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version