Sunday, November 9, 2025

উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে হানা দিচ্ছে ‘মানুষখেকো নেকড়ে’। বাড়ির বাইরে পা রাখতে রীতিমতো আতঙ্কিত মানুষ। প্রধানত বাহারআইচ জেলাতেই নেকড়ে বাহিনী তাণ্ডব চালাচ্ছে বলে জানা গিয়েছে। জঙ্গল সংলগ্ন এলাকায় এক মাসে নেকড়ের শিকার হয়েছে ৬ শিশু সহ ৭ জন। জখম ২২জন।এই দলে তিনটি নেকড়ে আছে বলে জানিয়েছে বন দফতর।

জানা গিয়েছে, গত দুদিনে রায়পুর, ছত্তরপুর এলাকায় হামলা চালিয়েছিল তিনটি নেকড়ে। তাতে গুরুতর জখম হয়েছে তিনটি শিশু।স্থানীয়রা জানিয়েছেন, একটি শিশুকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়েছিল হায়নার দল। পরে গ্রাম সংলগ্ন ক্ষেত থেকে তার দেহ উদ্ধার হয়।একের পর এক অভিযোগ পাওয়ার পরেই নেকড়ে খুঁজতে ২২টি দল গড়েছে  উত্তরপ্রদেশ বনদফতর। বন্যপ্রাণী বিশেষজ্ঞ, বনকর্মী ও শিকারি নিয়ে গঠিত হয়েছে এই দলগুলি। নজরদারির জন্য ওড়ানো হচ্ছে ড্রোনও। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বনমন্ত্রী অরুণ কুমার সাক্সেনা।

ন্যাশনাল চিতা অ্যাকশন প্ল্যানের প্রধান যাদবেন্দ্রনাথ ঝালা অবশ্য নেকড়ের হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তার বক্তব্য, নেকড়ে লাজুক প্রাণি। এভাবে মানুষকে আক্রমণ করার দৃষ্টান্ত খুবই কম আছে। তবে বিভিন্ন জঙ্গল সংলগ্ন অঞ্চলে বাঘ ও চিতাবাঘের হানায় মানুষের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, কাটার্নিয়াঘাট অঞ্চলে নেকড়ের উপস্থিতি আছে। মাহসি ব্লকের সিসিয়া পঞ্চায়েত ও সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের দাবি, ওই এলাকা থেকেই তিনটি নেকড়ে এসে ডেরা বেধেছে এখানে।নেকড়ের খোঁজে চলছে জোরদার তল্লাশি।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version