ডবল ইঞ্জিন রাজ্যে দলিতদের (Dalit) উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। এবার এক দলিত মহিলা ও তাঁর নাবালক নাতিকে বেধড়ক মারধরের অভিযোগ জিআরপির (GRP) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও সামনে আসতেই মুখ পুড়েছে মধ্য প্রদেশের মোহন যাদব (Mohan Yadav) সরকারের। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। ইতিমধ্যে কংগ্রেস মধ্য প্রদেশের (Madhya Pradesh) কটনির সেই ভিডিও দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে কাঠগড়ায় তুলেছে।

যদিও এই ভিডিও পুরনো বলেই দাবি জিআরপির। তাঁদের দাবি, এই ভিডিও আগের। চুরির দায়ে ওই দলিত মহিলা ও তাঁর ছেলেকে ধরা হয়। এরপর জিআরপি থানায় নিয়ে আসা হয়। মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ জানান, মধ্যপ্রদেশে জিআরপি থানায় দলিত মহিলা ও তাঁর নাতিকে বেধড়ক মারা হয়েছে। ভেবে দেখুন বিজেপি শাসিত রাজ্যে দলিতদের অবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে! পাশাপাশি এই অত্যাচার কবে থামবে সেই প্রশ্নও করেছেন কংগ্রেস নেতা।