Sunday, November 9, 2025

নবান্ন অভিযানের নামে ভয়ঙ্কর ষড়যন্ত্র, গ্রেফতার ছাত্র সমাজের আরও এক নেতা

Date:

বিজেপির মদতে নবান্ন অভিযানের (Nabanna Avijan) নামে নৈরাজ্য তৈরি করা ছাত্র সমাজের আরও এক নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এনিয়ে তৃতীয়জন গ্রেফতার হলেন। এর আগে অপরাধমূলক গভীর ষড়যন্ত্রের অভিযোগে আরএসএস ব্যাকগ্রাউন্ডের সায়ন লাহিড়ি ও শুভঙ্কর হালদারকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার গ্রেফতার হলেন প্রবীর দাস। নবান্ন অভিযানে অশান্তিতে এদের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে দাবি পুলিশের। নবান্ন অভিযানের নামে লাশের রাজনীতি করতে চেয়েছিল ছাত্র সমাজের মুখোশের আড়ালে থাকা এই তিনজন। একটি গেস্টহাউসে গা ঢাকা দিয়েছিল প্রবীর। গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকেই প্রবীরকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আর জি কর ইস্যুতে নবান্ন অভিযান (Nabanna Avijan) করে ছাত্র সমাজ নামে একটি ভুঁইফোড় সংগঠন। সেই অভিযানের কোনও অনুমতি ছিল না। অভিযান ছিল সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। মুখে শান্তিপূর্ণ বলেও আন্দোলনকারীরা পরিকল্পিত ভাবে জঙ্গি কর্মসূচি নিয়েছিল। ফলে ওই অভিযানে জায়গায় জায়গায় পুলিসের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। কমপক্ষে ২৫ জন পুলিশ আহত হয়। একজন পুলিশকর্মীর চোখ নষ্ট হয়ে গিয়েছে।

এই গ্রেফতার নিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, আচমকা গজিয়ে ওঠা অজানা একটি সংগঠন। তার মধ্যে তিনজন বলছেন কোনও রাজনৈতিক দল করি না, কিন্তু আরএসএস করি। তারা বলবে আমরা ডেকেছি সবাইকে। যারা এসেছিল তাদের মধ্যে ছাত্র কজন ছিল? অভিযানে ভাঙচুর হয়েছে। এটা তো ছাত্রদের পক্ষেও অপমান। চরম বেআইনি কার্যকলাপ। এর দায়ভার তো নিতেই হবে। সুতরাং, আইন মেনেই তাদের গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: রাজনীতি না করে সিবিআইয়ের উপর চাপ বাড়ানোর আবেদন আর জি করের নির্যাতিতার মা-বাবার

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version