Wednesday, December 17, 2025

নবান্ন অভিযানের নামে ভয়ঙ্কর ষড়যন্ত্র, গ্রেফতার ছাত্র সমাজের আরও এক নেতা

Date:

Share post:

বিজেপির মদতে নবান্ন অভিযানের (Nabanna Avijan) নামে নৈরাজ্য তৈরি করা ছাত্র সমাজের আরও এক নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এনিয়ে তৃতীয়জন গ্রেফতার হলেন। এর আগে অপরাধমূলক গভীর ষড়যন্ত্রের অভিযোগে আরএসএস ব্যাকগ্রাউন্ডের সায়ন লাহিড়ি ও শুভঙ্কর হালদারকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার গ্রেফতার হলেন প্রবীর দাস। নবান্ন অভিযানে অশান্তিতে এদের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে দাবি পুলিশের। নবান্ন অভিযানের নামে লাশের রাজনীতি করতে চেয়েছিল ছাত্র সমাজের মুখোশের আড়ালে থাকা এই তিনজন। একটি গেস্টহাউসে গা ঢাকা দিয়েছিল প্রবীর। গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকেই প্রবীরকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আর জি কর ইস্যুতে নবান্ন অভিযান (Nabanna Avijan) করে ছাত্র সমাজ নামে একটি ভুঁইফোড় সংগঠন। সেই অভিযানের কোনও অনুমতি ছিল না। অভিযান ছিল সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। মুখে শান্তিপূর্ণ বলেও আন্দোলনকারীরা পরিকল্পিত ভাবে জঙ্গি কর্মসূচি নিয়েছিল। ফলে ওই অভিযানে জায়গায় জায়গায় পুলিসের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। কমপক্ষে ২৫ জন পুলিশ আহত হয়। একজন পুলিশকর্মীর চোখ নষ্ট হয়ে গিয়েছে।

এই গ্রেফতার নিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, আচমকা গজিয়ে ওঠা অজানা একটি সংগঠন। তার মধ্যে তিনজন বলছেন কোনও রাজনৈতিক দল করি না, কিন্তু আরএসএস করি। তারা বলবে আমরা ডেকেছি সবাইকে। যারা এসেছিল তাদের মধ্যে ছাত্র কজন ছিল? অভিযানে ভাঙচুর হয়েছে। এটা তো ছাত্রদের পক্ষেও অপমান। চরম বেআইনি কার্যকলাপ। এর দায়ভার তো নিতেই হবে। সুতরাং, আইন মেনেই তাদের গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: রাজনীতি না করে সিবিআইয়ের উপর চাপ বাড়ানোর আবেদন আর জি করের নির্যাতিতার মা-বাবার

 

spot_img

Related articles

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনী মৃত্যু! গত তিনমাসে মৃত ৩ রয়্যাল বেঙ্গল

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর (Tigress) মৃত্যু। বুধবার সকালে একটি  সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর  মৃত্যু হয়। এই নিয়ে...

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...