ভারতজুড়ে ট্রেনে নাশকতা ছড়ানোর হুমকি! প্রকাশ্যে কুখ্যাত জঙ্গির ভিডিও বার্তা

প্রতীকী ছবি

এখনও স্মৃতি স্মরণীয় বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ। সেই হামলায় জখম হয়েছিলেন ১০ জন। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে ভারতজুড়ে ট্রেনে জঙ্গি হামলার নির্দেশ দিল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের মূলচক্রী ফারহাতুল্লা ঘোরি। সতর্কবার্তা গোয়েন্দা রিপোর্টে।এছাড়াও দেশের হিন্দু রাজনৈতিক নেতাদের খুনেরও নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছর আইএসআইয়ের সাহায্যে বেঙ্গালুরু ক্যাফেতে হামলা চালিয়েছিল কুখ্যাত জঙ্গি। সেই সন্ত্রাসবাদী ঘোরি বর্তমানে পাকিস্তানে ঘাঁটি গেড়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। জানা গিয়েছে, তার এই ভিডিওটি তিন সপ্তাহ আগে টেলিগ্রামে পোস্ট করা হয়। ভিডিও বার্তায় (যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) দলের জঙ্গিদের সতর্ক করে ঘোরি জানিয়েছে, এনআইএ এবং ইডি ‘স্লিপার সেল’কে টার্গেট করছে। পাশাপাশি পালটা হামলা করার হুঁশিয়ারি দিয়েছে সে।

আরও পড়ুন- বারংবার অনুরোধ সত্ত্বেও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা

 

Previous articleবারংবার অনুরোধ সত্ত্বেও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা
Next articleঢাকার ঝিল থেকে উদ্ধার তরুণী সাংবাদিকের দেহ, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ হাসিনা-পুত্রের