Thursday, May 15, 2025

বারবার ভিডিও দেখিয়ে মিথ্যা দাবি! ছবি প্রকাশ করে সত্যি প্রমাণ কলকাতা পুলিশের

Date:

Share post:

একের পর এক মিথ্যা ভিডিও, অডিও-তে আর জি করের নির্যাতিতার ধর্ষণ-খুনের তদন্তের নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও অবাধে সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। তার থেকেও মারাত্মক সেই সব ভাইরাল ভিডিও (ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) নিয়ে মনগড়া ব্যাখ্যাও দিয়ে চলেছে চালু মিডিয়াগুলি। আর প্রতিবারই সেই ভিডিও-র পরিপ্রেক্ষিতে দেওয়া সব ব্যাখ্যা কতটা ভ্রান্ত তা প্রমাণ সহ তুলে ধরছে কলকাতা পুলিশ। হাসপাতালের সেমিনার রুমের ভিডিও দেখিয়ে যে প্রমাণ নষ্টের অভিযোগ ওঠে, তা শুক্রবার ছবি প্রকাশ করে, উপস্থিত ব্যক্তিদের নাম ধরে ধরে মিথ্যা প্রমাণ করে দেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (Indira Mukherjee, DC, Central)।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে ঘটনার পরের সকালে আর জি কর হাসপাতালের সেমিনার রুমে (seminar room) উপস্থিত অনেক মানুষ। পুলিশের বিরুদ্ধে প্রমাণ নষ্টের অভিযোগ এনে দাবি করা হয় সেই সময় ঘরে বহিরাগতরা উপস্থিত ছিলেন। সাংবাদিক বৈঠক করে ডিসি সেন্ট্রাল দাবি করেন, “কর্ডনের ভিতরে তদন্তের সঙ্গে জড়িত নন এমন কেউ ছিলেন না। সকাল ১০.১০ নাগাদ খবর পাওয়া যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সাড়ে ১০টা নাগাদ কর্ডন করা হয়। নজরদারি এড়িয়ে ঘেরাটোপে কেউ ঢুকতে পারেনি। এবং এই সমস্ত তথ্য সিবিআইকে তুলে দেওয়া হয়েছে।”

বক্তব্যের প্রমাণ হিসাবে ভিডিও থেকে স্টিল নিয়ে ইন্দিরা মুখোপাধ্যায় পরিচয় করিয়ে দেন ছবিতে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে। যেখানে তিনি দেখান, টালা থানার মহিলা আধিকারিক থেকে কলকাতা পুলিশ কমিশনার (CP) নিজে সেখানে কর্ডনের ভিতরে উপস্থিত। দেখা গিয়েছে ফরেনসিক বিভাগের চিত্রগ্রাহকদের, অতিরিক্ত পুলিশ কমিশনার (১) সহ হোমিসাইড শাখার (Homecide department) ওসিকেও কর্ডনের বাইরে দেখা যায় বলেই প্রমাণ তুলে ধরেন ডিসি সেন্ট্রাল। এমনকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ (fingerprint expert) থেকে হাসপাতালের ডাক্তারদের উপস্থিতিও ছবির মধ্যে তুলে ধরেন কলকাতা পুলিশের আধিকারিক। পুলিশ আধিকারিক সহ চিত্রগ্রাহক থেকে হাসপাতালের ডাক্তাররা ওই তদন্তের কাজেই যুক্ত ছিলেন তা ভিডিও থেকে নেওয়া ছবিতেই রয়েছে। কাজেই বহিরাগত উপস্থিতিতে প্রমাণ নষ্টের দাবি যে আদৌ ধোপে টেকে না, তাও প্রমাণ করে দেয় কলকাতা পুলিশ।

spot_img

Related articles

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা...