Tuesday, November 4, 2025

প্রথমে নতুন দল গঠনের গাল ভরা কথা। তারপর সেই জল্পনা সত্যি করে বিরোধী পক্ষের মঞ্চে উঠলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন (Champai Soren)। নতুন দলে যোগ দেওয়ার কোনও কারণ না দেখাতে পেরে শেষ পর্যন্ত কেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) তাঁর উপর নজরদারি চালিয়েছে, সেই অজুহাত তুলে বিজেপি যোগের সিদ্ধান্ত পাকা করার কথা জানালেন চম্পাই। শুক্রবারই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা (Hemant Viswa Sharma) ও কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি।

গত সপ্তাহে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে পদত্যাগ করেন চম্পাই সোরেন। হেমন্ত সোরেন (Hemant Soren) জেলে যাওয়ার সময় হঠাৎই মুখ্যমন্ত্রিত্ব পেয়ে নজরে আসেন চম্পাই সোরেন। তবে হেমন্ত মুক্তি পাওয়ার পরে তাঁকে পদ ছেড়ে দিতে হয়। এরপর আগে মুখ্যমন্ত্রীর পদে থাকার সময়ই তাঁর গতিবিধির উপর সন্দেহ প্রকাশ করে তাঁর দল। তিনি সেই সমস্যা সমাধানের পথে না হেঁটে একা হাঁটার প্রকাশ্যে ঘোষণা করতে থাকেন। যদিও তলেতলে যে অসমের বিজেপি মুখ্যমন্ত্রীর দ্বারা তিনি প্রভাবিত হয়ে পড়েছিলেন, সেকথা তাঁর দলবদলের ঘোষণার পরই প্রকাশ্যে আসে। সেখানে তিনি অজুহাত হিসাবে তুলে ধরেন, দল তাঁর উপর নজরদারি চালাচ্ছে বলে।

শুক্রবার রাঁচিতে বিজেপির একটি সভায় বিজেপির ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন চম্পাই। তিনি দাবি করেন, বিজেপিই আদিবাসী সমাজকে বাঁচাতে পারবে। দীর্ঘ কয়েক বছর ধরে আদিবাসী সম্প্রদায়ের সারি ও সারনা ধর্মের দাবিকে ঠাণ্ডাঘরে পাঠিয়ে রাখা বিজেপি দলে থেকেই তিনি সেই কাজে বিজেপিকে সাহায্য করবেন বলে দাবি করেন।

তবে চম্পাইয়ের বিজেপি যোগ একেবারেই ভালো চোখে দেখছে না হেমন্তের জেএমএম। জানুয়ারি মাসের আগেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। তার আগে চম্পাইয়ের মত নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিজেপিতে যোগের পরে বিজেপির দল ভাঙানোর খেলা নিয়ে কটাক্ষ করা হয়। অন্য দিকে দাবি করা হয়, চম্পাই সোরেন (Champai Soren) ‘জোহার’ (Johar) কথাটি লিখতে পারেন না যে চম্পাই, তিনি কীভাবে আদিবাসী সম্প্রদায়ের উন্নতি করবেন।

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version