পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তথা পরোক্ষে বিজেপির নবান্ন অভিযানে (Nabanna Abhijaan) কী কারণে লাঠিচার্জ? লাঠিচার্জের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারকে (Kolkata Police Commissioner) নোটিশ পাঠিয়ে উত্তর চাইল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission)। আগামী দুই সপ্তাহের মধ্যে বিনীত গোয়েলের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট (Action Taken Report) তলব করেছে NHRC। ছাত্র সমাজের নবান্ন অভিযানের সময় ছাত্রছাত্রীদের উপর নির্যাতন করেছে পুলিশ৷ এতে তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার লঙ্ঘিত হয়েছে। এই মর্মে অভিযোগ জমা পড়েছে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে (Vineet Goyal) নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন ৷ বৃহস্পতিবারই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ নালিশ জানিয়েছিলেন। জমা দিয়েছিলেন একাধিক মনগড়া তথ্য। তারপরই নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। তবে তৃণমূলের তরফে জানানো হয়েছে, ছাত্র আন্দোলনের নামে অসভ্যতা বিজেপির। নবান্ন অভিযানের নামে পুলিশের উপর অত্যাচার মানা যায় না। বিজেপি সাংসদের নালিশের সত্যতা যাচাই না করেই নোটিশ পাঠানো হল কলকাতার পুলিশ কমিশনারকে। মানবাধিকার কমিশন বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে।

গত ২৭ অগাস্ট আর জি করের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযান করে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তথা রাজ্য বিজেপির নেতা কর্মীরা৷ এই অভিযান রুখতে শহরের বিভিন্ন রাস্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। পরে পুলিশের উপর বিক্ষোভকারীরা চড়াও হলে জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ ৷ বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে একাধিক পুলিশকর্মী গুরুতর জখমও হয়েছেন। এক পুলিশকর্মীর চোখে মারাত্মক আঘাত লেগেছে, তাঁর দৃষ্টিশক্তি আগের অবস্থায় ফেরা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

মানবাধিকার কমিশন জানিয়েছে, এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে তা মানুষের অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে গুরুতর ৷ সুপ্রিম কোর্টও পর্যবেক্ষণে এটা জানিয়েছে ৷ আন্দোলনের মোকাবিলায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনীর ব্যবহার করা হয়েছে, যা বর্বরোচিত ৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে৷ তাই কলকাতার পুলিশ কমিশনারকে এই নোটিশ পাঠানো হচ্ছে ৷ নোটিশটি পাওয়ার ২ সপ্তাহের মধ্যে এটিআর রিপোর্ট পাঠাতে হবে ৷ তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
