Wednesday, August 20, 2025

মুম্বইতে গাড়ির ধাক্কায় মৃত্যু দুধ বিক্রেতার! গ্রেফতার ১৭ বছরের কিশোর 

Date:

ফিরল পুণের (Pune) পোর্শেকাণ্ডের ভয়াবহ স্মৃতি! এবার মুম্বইতে (Mumbai) গাড়ির ধাক্কায়;(Accident) মৃত্যু হল এক দুধ বিক্রেতার। চার চাকা গাড়িটি ১৭ বছরের এক কিশোর চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে অভিযুক্তের পাশাপাশি গাড়ির মালিক-সহ আরেক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম নবীন বৈষ্ণব (২৪)। পেশায় দুধ বিক্রেতা ছিলেন। মুম্বইয়ের গোরেগাওঁ এলাকায় প্রতিদিন ভোরবেলা নিজের মোটরবাইকে করে বাড়ি বাড়ি দুধ দিয়ে আসতেন তিনি। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ সেই কাজে বেরিয়েছিলেন। তবে আচমকা উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া গতির স্করপিও গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপরই বাইক থেকে ছিটকে পড়েন নবীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত নবীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, গাড়ির মালিকের নাম ইকবাল জিবানি (৪৮)। সিসি ক্যামেরার ফুটেজের সাহায্যে তাঁকে এবং তাঁর পুত্র ২১ বছরের মহম্মদ ফাজ ইকবার জিবানিকে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে গাড়ির চালক ওই কিশোরটি মত্ত অবস্থায় ছিল কি না, আগের রাতে সে কোথায় ছিল সব খতিয়ে দেখছে পুলিশ ‌ পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে টাওয়ার লোকেশনও।  তবে স্থানীয় সূত্রে খবর, গাড়িটি রাস্তার ভুল দিক থেকে আসছিল। বাইকে ধাক্কা মারার পর গাড়িটি একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা খায়। তবে ঘাতক গাড়ি থেকে কিশোর দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেও লাভ হয়নি। পরে পুলিশ তাকে ধরে গ্রেফতার করে। তবে আচমকা যুবকের মৃত্যুতে শোকের ছায়া। দোষীর কড়া শাস্তির দাবিতে সরব পরিবার।

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version