Sunday, November 9, 2025

ধর্ষণ-খুনে শাস্তির দাবিতে কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ কর্মসূচি

Date:

Share post:

প্রতিবাদ-বিক্ষোভে রাস্তার তৃণমূল কংলেস। আজ শুক্রবার রাজ্যের কলেজগুলিতে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয় পড়ুয়ারা। তৃণমূল ছাত্রপরিষদের নেতৃত্বে দুপুর থেকে চলে বিক্ষোভ-আন্দোলন। প্ল্যাকার্ড-পোস্টার হাতে নিয়ে স্লোগানে ঝড় তোলে ছাত্র-ছাত্রীরা। তবে যেসব কলেজে পূর্বনির্ধারিত পরীক্ষা রয়েছে, সেখানে এই কর্মসূচি করা হয়নি। তার পরিবর্তে নেত্রীর নির্দেশ অনুযায়ী আগামী ২ এবং ৩ সেপ্টেম্বর এইসব কলেজে প্রতিবাদ-কর্মসূচি হবে।

এদিন কলকাতার বিবেকানন্দ কলেজ হোক বা জলপাইগুড়ির ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়- রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছবিটা একই।কলেজের গেটে জমায়েত করে ধর্ষকদের বিরুদ্ধে ফাঁসির আইন আনার দাবি তোলে তৃণমূল ছাত্র পরিষদ।তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড। কোথাও কোথাও ছবি এঁকেও জানানো হয় প্রতিবাদ। প্রশ্ন তোলা হয়, “সিবিআই তুমি পারছ না কেন?”, “আর কতদিন”? স্লোগান ওঠে, ‘উই ওয়ান্ট জাস্টিস’।

আরজি কর-কাণ্ডের পর দোষীদের কঠোর শাস্তির জন্য ধর্ষণ-বিরোধী কড়া আইন আনার জন্য কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রথম থেকে সরব ধর্ষণ-বিরোধী কঠোর আইন আনার জন্য। ২৮ অগাস্ট ছাত্র সমাবেশের মঞ্চ থেকে দু’জনেই গর্জে উঠেছেন কেন্দ্রের ভূমিকা নিয়ে। সেদিনই ছাত্র-যুব-সহ মহিলা তৃণমূল কংগ্রেস ও দলের একাধিক শাখা সংগঠনকে পথে নামার নির্দেশ দিয়েছিলেন নেত্রী। সেই নির্দেশ মেনেই কলেজে-কলেজে চলে প্রতিবাদ-কর্মসূচি। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ টিএমসিপি নেতৃত্ব শুক্রবার একাধিক কলেজের গেটে গিয়ে পড়ুয়াদের সঙ্গে বিক্ষোভে শামিল হন।

ক্ষুদিরাম বসু কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ, দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজ-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব ক’টি কলেজে প্রতিবাদ-কর্মসূচি পালিত হয়েছে। আগামিকাল শনিবার দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রয়েছে ব্লকে ব্লকে মিছিল ও ধরনা-কর্মসূচি। ১ সেপ্টেম্বর রবিবার দোষীদের ফাঁসির দাবিতে মহিলা তৃণমূল কংগ্রেস ব্লকে ব্লকে ধরনা কর্মসূচি পালন করবে। তৃণাঙ্কুর ভট্টাচার্য এদিন বলেন, ১৬ দিন হয়ে গেল এখনও দ্বিতীয় কোনও গ্রেফতার বা তদন্তে অগ্রগতি কিছুই করতে পারেনি সিবিআই।এবার ওরা জবাব দিক। আমরা বিচার চাই।

 

 

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...