Thursday, August 28, 2025

বাংলার মুখ্যমন্ত্রীর সুরেই নারী নির্যাতন রুখতে দ্রুত বিচারের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

Date:

নারী সুরক্ষায় কড়া আইন ও দ্রুত বিচার কার্যকর করতে বারবার প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধর্ষণের অপরাধে ফাঁসির সাজার দাবি জানাচ্ছেন মমতা। সেই চিঠি উত্তর না দিলেও নারী নির্যাতন রুখতে দ্রুত বিচারের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। শনিবার দিল্লিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) ৭৫ বছর উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী সুরক্ষার সঙ্গে জড়িত মামলার দ্রুত রায়দান জরুরি।আর জি কর হাসপাতালে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে উত্তাল দেশ। ধর্ষণ রুখতে চরম শাস্তি আইন আনতে বারবার কেন্দ্রকে চিঠি লিখছেন মমতা। এই পরিস্থিতিতে এদিন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনেই নারীদের বিরুদ্ধে হওয়া অপরাধের দ্রুত বিচারের পক্ষে সওয়াল করেন মোদি (Narendra Modi)। বলেন, ”নারী নির্যাতন, শিশুদের সুরক্ষার মতো বিষয়গুলি আজ সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী নিরাপত্তায় দেশে অনেক কঠোর আইন রয়েছে। ২০১৯ সালেই পাশ হয় ফাস্ট ট্র্যাক আদালত আইন। কিন্তু সেই আইনগুলিকে আরও সক্রিয় করে তোলা প্রয়োজন। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে, নিরাপত্তা তত বেশি নিশ্চত করা যাবে।”

আর জি কর-কাণ্ডে কলকাতা পুলিশের তদন্তে ঘটনা ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে ধরা হয়। কিন্তু আদালতের নির্দেশে গত ১৭-১৮দিন সিবিআই ঘটনার তদন্ত করে কতটা অগ্রগতি হয়েছে, তা জানা যায়নি। এই পরিস্থিতি স্বয়ং প্রধানমন্ত্রীই দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন। এদিন বিচার প্রক্রিয়া সম্পর্কে মোদি বলেন, ”বিচারে দীর্ঘসূত্রিতা রুখতে গত এক দশকে নানা পর্যায়ে কাজ হয়েছে। ন্যায়বিচার দেওয়ার পরিকাঠামোকে মজবুত করতে গত ১০ বছরে দেশের ৮ হাজার কোটি টাকা খরচ হয়েছে। গত ২৫ বছরে এই সংক্রান্ত যত খরচ হয়েছে তার ৭৫ শতাংশই ব্যয় হয়েছে এই এক দশকে।”

২২ আগস্ট ধর্ষণ রোধে কঠোর আইন আনার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারও ফের একই দাবিতে তিনি চিঠি লেখেন মোদিকে। বাংলার মুখ্যমন্ত্রীর দাবি, দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ও ধর্ষণের যে ঘটনা ঘটছে, সেগুলি রুখতে অবিলম্বে কঠোরতম আইন আনতে হবে। দেশের প্রতিটি জায়গায় ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তৈরির প্রস্তাব দেন তিনি। ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করার দাবি জানান মমতা। এবার দ্রুত বিচারের দাবি মোদিরও।







Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version