Tuesday, August 12, 2025

ধর্ষণ-খুন সারাবিশ্বের সামাজিক অপরাধ! স্পষ্ট মত শ্রেয়ার! সমর্থন কুণালের

Date:

আগামী ১৪ সেপ্টেম্বর কলকাতায় নিজের শো করবেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। আয়োজকদের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। শনিবার সকালে শিল্পীর একটি বিবৃতি প্রকাশ্যে আসে যেখানে ধর্ষণ খুনের অপরাধ বৃদ্ধির প্রবণতা যে গোটা বিশ্বে বাড়ছে তার সমালোচনা করেছেন গায়িকা। তিনি জানিয়েছেন শুধু দেশ নয় এই অপরাধ সারা বিশ্বে মহিলাদের নিরাপত্তায় প্রশ্ন তুলে দিয়েছে। শ্রেয়া তাঁর পোস্টে লেখেন “এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো অপরিহার্য হয়ে উঠেছে। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।” শিল্পীর এই ভাবনাকে সমর্থন জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কলকাতার নামী সরকারি হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ – খুনের ঘটনায় বারবার বাংলার মহিলাদের নিরাপত্তার ইস্যু তুলে যখন রাজনীতির খেলায় মেতে উঠেছে বিরোধীরা, তখন শ্রেয়া তাঁর পোস্টে স্পষ্ট করলেন যে এই সামাজিক অপরাধ শুধু আমাদের দেশেই আটকে নেই। বিশ্বজুড়ে এই অন্যায়ের শিকার হচ্ছেন মহিলারা। এই আবহে অনুষ্ঠান করা সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি। শ্রেয়ার এই পোস্টকে শেয়ার করে তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, “শ্রেয়া ঘোষালের অবস্থানকে সাধুবাদ জানাই। RGKor নিয়ে আমাদের সকলের মত তিনিও উদ্বিগ্ন। 14/9 এর অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। পাশাপাশি সারা দেশ ও বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেছেন। কারণ এই ধর্ষণ-খুনের সামাজিক সমস্যা, অপরাধটা নিয়ে সর্বত্রই প্রতিবাদ দরকার। এটা শুধু বাংলার ইস্যু নয়।”


Related articles

রাজ্যের বিভিন্ন দফতরে নতুন কর্মী নিয়োগ, অনুমোদন মন্ত্রিসভার

রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৬২৭টি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে জানা গেছে,...

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...
Exit mobile version