Sunday, November 9, 2025

অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত রোগী

Date:

ফের স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানির অভিযোগ রোগীর বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূমের (Birbhum ) ইলামবাজার (Ilambazar)। সূত্রের খবর, শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে আসে অভিযুক্ত যুবক। এরপর কর্তব্যরত নার্স তার হাতে চ্যানেল করতে গেলেই ঘটনার সূত্রপাত‌। অভিযোগ, সেই সময় নার্সের (Nurse)শরীর আপত্তিকরভাবে স্পর্শ করে যুবক। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। যদিও ঘটনার পরই পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আর জি কর কাণ্ডে যখন তোলপাড় গোটা দেশ, তখন এমন কাণ্ডে রীতিমতো হইচই শুরু হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন হাসপাতালের নার্সরা।

কর্তব্যরত নার্সের অভিযোগ, শনিবার রাতে হাসপাতালে এক রোগী এসেছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি হাতে চ্যানেল করার সময় রোগী আমার গায়ে হাত দেন। অকথ্য ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগ। এরপরই নার্স জানান, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এক জন রোগী স্বাস্থ্যকেন্দ্রে এসে কী ভাবে এমন সাহস পেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন নার্স। তবে এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করতেই পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।


হাসপাতাল সূত্রে খবর, শনিবার রাতে শারীরিক অসুস্থতা নিয়ে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ওই যুবককে নিয়ে আসে তার পরিবার। এরপরই জরুরি বিভাগে নিয়ে গিয়ে তার চিকিৎসা শুরু হয়। পরে চিকিৎসকের পরামর্শ মতো নার্স যুবকের হাতে স্যালাইনের চ্যানেল করতে গিয়ে বাধে বিপত্তি। ওই সময়েই নার্সের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কর্তব্যরত ওই নার্স। পরে পুলিশ হাসপাতালে এসে যুবককে গ্রেফতার করে। তবে এমন ঘটনার পর হাসপাতাল চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।


Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version