Thursday, November 13, 2025

আপনার কি মন খারাপ? সব সময় বিধ্বস্ত লাগছে? কিছুতেই ভাল কোনও অনুভুতির ছোঁওয়া অনুভব করতে পারছেন না?মনোবিদের কাছে যাবেন কীনা ভাবছেন নিশ্চয়ই। আর চিন্তা নেই এবার বাইরের কোনও ওষুধ নয়, আপনার শরীরে থাকা হরমোনেই কেল্লাফতে। ‘হ্যাপি হরমোন’ (Happy Hormone)ক্ষরণ বাড়ান আর অস্থির সময়েও ভাল থাকুন। সাধারণত মনের নানা অনুভূতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ডোপামিন (Dopamine),অক্সিটোসিন, সেরোটোনিন, এন্ডোরফিন। এদের মধ্যে ডোপামিন হরমোনের ক্ষরণ বাড়াতে পারলেই দূর হবে সব অবসাদ।

কথায় বলে প্রেমে পড়লে নাকি মন ভাল থাকে। বিষয়টা কিন্তু অযৌক্তিক মোটেই নয়। কারণ গবেষণায় দেখা গেছে যে প্রেমে পড়লে সরাসরি ডোপামিন হরমোন ক্ষরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। এই হরমোন আপনার ভাল থাকার জন্য দায়ী। শুধু প্রেম কেন, নিজের পছন্দের কোনও কাজে সফলতা এলে বা প্রিয় খাবার খেলে, প্রাণ খুলে হাসি বা নিজের প্রিয় ক্রিকেট/ ফুটবল টিমের জয় বা ধরুন দারুণ কিছু উপহার, চকোলেট এসব যদি চোখের সামনে দেখেন তাহলে মুহূর্তের মধ্যে মন ভাল হতে বাধ্য। কারণ এগুলোর সঙ্গে আপনার মস্তিস্কের সংযোগ স্থাপন করে ভাল অনুভূতিকে বাড়িয়ে দিয়ে কাজ করে ডোপামিন। কিন্তু এই হরমোনের ক্ষরণ বাড়াবেন কী করে? চিকিৎসকরা বলছেন, ডোপামিন বাড়াতে করতে পারেন ব্যায়াম-ধ্যান বা ধর্মীয় কাজ। পড়তে পারেন বইও। আবেগ, ব্যক্তিগত স্পেস অথবা পারস্পরিক সম্মানের মধ্য দিয়েও সুখে থাকা যায় । তাই দাম্পত্যে একে অপরকে বোঝা অনেক গুরুত্বপূর্ণ। কাছের মানুষকে একটু সময় দিন, তাঁর কথা যুক্তি সরিয়ে কখনও কখনও শুধু আবেগ দিয়ে শুনুন। পশু পাখিদের সঙ্গে সময় কাটান, পারলে চরম অবসাদের ভাবনা তৈরি হলে প্রিয়জনকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসুন। এভাবেই নিজের সঙ্গে কাছে থাকা সমস্ত মানুষেরই ডোপামিন বাড়াতে সাহায্য করুন। খুশির আমেজ ছড়িয়ে দিন সকলের মধ্যে।


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version