Monday, November 3, 2025

ফের যাদবপুরে র‌্যাগিংয়ের অভিযোগ! UGC-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি ছাত্রের 

Date:

ফের র‌্যাগিংয়ের (Ragging) অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)! এবার ইঞ্জিনিয়ারিংয়ের (Engineering) দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার অভিযোগে ফের অশান্ত ক্যাম্পাস। ইতিমধ্যে ওই ছাত্র ইজিসির (UGC) পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্যকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন। তবে র‌্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয়ের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও কেন বারবার এমন ঘটনা ঘটছে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
পড়ুয়া চিঠিতে লিখেছেন, একবার নয়, ক্যাম্পাসে বারবার র‌্যাগিংয়ের শিকার হয়েছেন তিনি। সেকারণেই প্রাণ সংশয়ের ভয়েই চিঠি লিখতে বাধ্য হন। পড়ুয়ার অভিযোগ, একবার তাঁকে স্টুডেন্টস ইউনিয়ন রুমে নিয়ে গিয়েও র‌্যাগিংয়ের শিকার হতে হয়। তবে বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, অভিযোগকারীর সঙ্গে বৈঠকে বসে ঘটনার বিবরণ শোনে অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড। ছাত্রের বিবরণ শুনে ইতিমধ্যে অভিযুক্তদেরও ডেকে পাঠানো হয়েছে। অভিযুক্ত বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় থেকে অনেক আগেই পাশ করে গিয়েছেন বলে খবর।
তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, গত বছর র‌্যাগিংয়ের জেরে ছাত্র-মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়‌। ঘটনার প্রতিবাদে সরব হয়ে পথে নামেন এই পড়ুয়াও। পড়ুয়ার অভিযোগ, গত বছর ছাত্র মৃত্যুর ঘটনায় এদের অনেকেই জড়িত। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত জানান, ইতিমধ্যে র‌্যাগিং ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন ছোটখাট ঘটনা ঘটলে অ্যান্টি র‌্যাগিং কমিটি ঠিকই ব্যবস্থা নেবে। আমরা ভবিষ্যতে ক্যাম্পাস থেকে র‌্যাগিং সম্পূর্ণ নির্মূল করতে পারব বলে আমাদের বিশ্বাস।

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version