Thursday, August 21, 2025

ফের যাদবপুরে র‌্যাগিংয়ের অভিযোগ! UGC-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি ছাত্রের 

Date:

ফের র‌্যাগিংয়ের (Ragging) অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)! এবার ইঞ্জিনিয়ারিংয়ের (Engineering) দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার অভিযোগে ফের অশান্ত ক্যাম্পাস। ইতিমধ্যে ওই ছাত্র ইজিসির (UGC) পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্যকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন। তবে র‌্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয়ের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও কেন বারবার এমন ঘটনা ঘটছে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।
পড়ুয়া চিঠিতে লিখেছেন, একবার নয়, ক্যাম্পাসে বারবার র‌্যাগিংয়ের শিকার হয়েছেন তিনি। সেকারণেই প্রাণ সংশয়ের ভয়েই চিঠি লিখতে বাধ্য হন। পড়ুয়ার অভিযোগ, একবার তাঁকে স্টুডেন্টস ইউনিয়ন রুমে নিয়ে গিয়েও র‌্যাগিংয়ের শিকার হতে হয়। তবে বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, অভিযোগকারীর সঙ্গে বৈঠকে বসে ঘটনার বিবরণ শোনে অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড। ছাত্রের বিবরণ শুনে ইতিমধ্যে অভিযুক্তদেরও ডেকে পাঠানো হয়েছে। অভিযুক্ত বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় থেকে অনেক আগেই পাশ করে গিয়েছেন বলে খবর।
তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, গত বছর র‌্যাগিংয়ের জেরে ছাত্র-মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়‌। ঘটনার প্রতিবাদে সরব হয়ে পথে নামেন এই পড়ুয়াও। পড়ুয়ার অভিযোগ, গত বছর ছাত্র মৃত্যুর ঘটনায় এদের অনেকেই জড়িত। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত জানান, ইতিমধ্যে র‌্যাগিং ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন ছোটখাট ঘটনা ঘটলে অ্যান্টি র‌্যাগিং কমিটি ঠিকই ব্যবস্থা নেবে। আমরা ভবিষ্যতে ক্যাম্পাস থেকে র‌্যাগিং সম্পূর্ণ নির্মূল করতে পারব বলে আমাদের বিশ্বাস।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version