যিশু-নীলাঞ্জনার ‘আলগা’ বন্ধনের মাঝে হঠাৎ সুখবর! তাহলে কি…

দুজনের ‘দুটি পথে দুটি দিকে গেছে বেঁকে’… তবু যেটুকু যা আছে বাকি তা নিয়েই প্রতিদিনের চর্চা। টলিউডে যিশু সেনগুপ্তের (Jishu Sengupta) নাম উঠলেই জুড়ে যাচ্ছে নীলাঞ্জনার (Neelanjana)প্রসঙ্গ। তা সে ‘খাদান’-এর (Khadaan) টিজার হোক বা প্রযোজক অতনু রায়চৌধুরীর (Atanu Roychowdhury) নাতনির অন্নপ্রাশনের অনুষ্ঠান। ‘মহাপ্রভু’ অভিনেতাকে দেখা মাত্রই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন ধেয়ে আসছে। ২০ বছরের দাম্পত্য ভাঙছে তারকা দম্পতির, কিন্তু প্রত্যক্ষভাবে কেউ কাউকে আক্রমণ করেননি। কবে পাকাপাকি বিচ্ছেদ হচ্ছে এই প্রশ্নের মাঝেই হঠাৎ করে অন্যমানুষের সঙ্গে ফ্রেমবন্দি হলেন অভিনেতা, সঙ্গে জানালেন সুখবর!

দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন যিশু সেনগুপ্ত। এমনকি সাম্প্রতিক আর জি করের ঘটনার প্রতিবাদে যখন টলিউড- কলকাতা – রাজ্য উত্তাল তখনও এই নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা। মুম্বইয়ে আপ্ত সহায়ক শিনাল সূর্তির সঙ্গে সহবাস সম্পর্কের জেরে নীলাঞ্জনার সঙ্গে দূরত্ব বেড়েছে বলে খবর। যিশুর প্রযোজনা সংস্থা থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন অঞ্জনা- কন্যা। তবে খবর আজকাল আর হরগৌরীর সেটে দেখা যায় না তাঁকে। দুই মেয়ে সারা-জারার নামে গড়েছেন ‘নিনিচিনিস মাম্মাস প্রোডাকশন’। খুব তাড়াতাড়ি লন্ডনে উড়ে যাচ্ছেন বলে খবর। আর যিশু ফিরেছেন কলকাতায়। বৃহস্পতিবার খাদানের টিজার মুক্তির রাতে ডেনিম শার্ট ও সাদা প্যান্টের ক্যাজুয়াল আউটফিটেই ধরা দিলেন যিশু। অতনু রায়চৌধুরীর নাতনি অভিস্মিতার অন্নপ্রাশনে প্রযোজকের সঙ্গে হাসিমুখে এক ফ্রেমে বন্দি হলেন। ঠিক তার পরের দিন অর্থাৎ শুক্রবার সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় হলেন অভিনেতা। অনুরাগীদের জানালেন আইফ উৎসভব (দক্ষিণের আইফা)-এ নেগেটিভ চরিত্রে সেরা অভিনেতার তালিকায় জায়গা পেয়েছেন তিনি। টাইগার নাগেশ্বর রাও ছবিতে সিআই মৌলি চরিত্রের জন্য বাঙালি অভিনেতার নমিনেশনের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা। ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়ার মাঝে নিঃসন্দেহে এই খবরে হাসি ফুটেছে যিশুর মুখে। কোনও প্রতিক্রিয়া নেই নীলাঞ্জনার।