Thursday, August 21, 2025

একমাত্র সন্তান হারিয়েছেন দম্পতি। তীব্র মানসিক যন্ত্রনা নিয়ে মেয়ের খুনের বিচারে দাবিতে পথ চেয়ে বসে আছেন তিলোত্তমার বাবা-মা। আর জি কর হাসপাতালে (R G Kar Medical College And Hospital) কর্তব্যরত চিকিৎসক-পড়ুয়ার বাবার সঙ্গে কথা বললেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিষয়টি নিয়ে তাঁকে সংবাদ মাধ্যম প্রশ্ন করলে, বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে চাননি। শুধু জানান, তিনি তিলোত্তমার বাবাকে বলেন, “আমার মুখ থেকে কোনও ভুল বের হলে আমাকে জানাবেন”।

চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের প্রকৃত দোষী অথবা দোষীদের শাস্তির দাবিতে প্রথমদিন থেকে সরব কুণাল ঘোষ। তিনি নিজেও অনেক তথ্য-অডিও ক্লিপ স্যোশাল মিডিয়ায় পোস্ট করে সত্য উদ্ঘাটনের দাবি জানান। এমনকী, এই ঘটনা নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ-দাবির প্রতিও তিনি সহনুভূতিশীল। তবে, এই পরিস্থিতিতে রাজনৈতিক ফ্যায়দা তোলার চেষ্টার তীব্র বিরোধী কুণাল ঘোষ। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেতা জানান, ঘটনাটি ভয়ঙ্কর। যা ঘটছে আমাকে অনেক কথা বলতে হচ্ছে। আমি ন্যায় বিচার চাই।

কুণালের (Kunal Ghosh) কথায়, “আমার মুখ থেকে কোনও ভুল বের হলে আমাকে জানাবেন। আমি রাজনৈতিক দলগুলির জবাব দিই। কিন্তু যদি মনে হয়, আমার বক্তব্যে মূল ফোকাস ঘুরে তাহলে আমাকে জানাবেন- মৃতার বাবাকে বলেন কুণাল। তিনি জানান, মৃতার পরিবার, পুরদস্তুর ন্যায় বিচারে অপেক্ষায় আছেন। সবাই মিলে নজর রাখতে হবে। তিলোত্তমার পরিবারে দাবি, মেয়ের খুনের প্রকৃত ন্যায় বিচার যেন হয়।

কুণাল আশ্বাস দিয়েছেন, যদি এই অবস্থা কিছুদিন চলে, তার পরে একজন প্রাক্তন সাংসদ হিসেবে আবার এই নিয়ে কথা বলবেন। একই সঙ্গে তৃণমূল নেতা স্পষ্ট করে দেন, রাজনৈতিক প্রশ্নের জবাব আমার মুখ থেকে এমন কোনও কথা যে না বেরোয় যাতে ওই হতভাগ্য মেয়েটির বাবা-মায়ের মনে হয়, এটি তদন্তের বাইরে যাচ্ছে। তাঁর কথায়, আমার মনে একটা অস্থির ভাব ছিল, সেটা ওঁনার সঙ্গে কথা বলে কমেছে। আমি বলেছি আপনাদের কিছু বক্তব্য শুনি। অনুমতি দিলে আমি ভবিষ্যতে আপনাদের মুখ থেকে শুনব। মৃতার বাবা জানান, তাঁদের আস্থা আছে। তাঁরা চান মেয়ের খুনিরা ধরা পড়ুক। প্রয়োজন আবার পরে কথা বলেন বলে জানান কুণাল। তিনি নিজের ফোন নম্বরও দিয়েছেন তিলোত্তমার বাবা-মাকে।











Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version