Sunday, May 4, 2025

৫ দিনে হাজার শুনানি! সুপ্রিম কোর্টের পতাকা উদ্বোধনে দাবি প্রধান বিচারপতির

Date:

দেশের আদালতগুলিতে বকেয়া মামলা নিয়ে বরাবর চিন্তিত দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ আদালতে বসে লোক আদালত। উদ্দেশ্য ছিল সুপ্রিম কোর্টে বকেয়া মামলার শুনানি। আগামী বছর ফের ছয় মাস ধরে বকেয়া মামলার শুনানির প্রতিশ্রুতি দিলেন প্রধান বিচারপতি। রবিবার সুপ্রিম কোর্টের পতাকা ও প্রতীক উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানেই এই প্রতিশ্রুতি দেন ডি ওয়াই চন্দ্রচূড়।

চলতি বছর জুন মাসে প্রথমবার লোক আদালতের আয়োজন করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির দাবি পাঁচদিনের লোক আদালতে এক হাজার মামলার শুনানি হয়েছে, নিষ্পত্তিও হয়েছে। কমিয়ে আনা গিয়েছে অনেক বকেয়া মামলা। সেই অনুকরণেই ২০২৫ সালে ফের জানুয়ারি থেকে জুন মাসে বসতে বিশেষ আদালত, যেখানে বকেয়া মামলার শুনানি হবে, জানান দেশের প্রধান বিচারপতি। সেই সঙ্গে তিনি দাবি করেন, বিচারক ও বিচারপতিদের প্রবল মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়। তাই তাঁদের সাধারণ স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভালো রাখার পথ খোঁজার বিষয়টিতেও নজর দেওয়ার দাবি করেন ডি ওয়াই চন্দ্রচূড়।

রবিবার রাষ্ট্রপতির হাতে উদ্বোধন হল সুপ্রিম কোর্টের পতাকার। পতাকায় রয়েছে সুপ্রিম কোর্টের চিহ্ন। সেই চিহ্নে রয়েছে অশোক চক্র, সুপ্রিম কোর্ট ও ভারতের সংবিধানের ছবি। রাষ্ট্রপতির পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল।

সম্প্রতি বারবার আদালতে বকেয়া মামলা নিয়ে অভিযোগ ওঠায় স্বাভাবিক ভাবেই চিন্তিত সর্বোচ্চ আদালত। এর কারণ হিসাবে দেশের আদালতগুলিতে শূন্যপদে উল্লেখ করেন রবিবার প্রধান বিচারপতি। তিনি তথ্য পেশ করেন আইনের কর্মীর ক্ষেত্রে শূন্যপদ ২৭ শতাংশ, নন-জুডিশিয়াল পদে শূন্যপদ ২৮ শতাংশ। কেন্দ্রীয় আইন মন্ত্রীর সামনে এই শূন্যপদের বিষয়টি তুলে ধরেন প্রধান বিচারপতি। সম্প্রতি বাংলায় ফাস্ট ট্র্যাক কোর্টগুলি চালু না করতে পারা নিয়েও কেন্দ্র সরকারের গড়িমিসির অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির দাবি কার্যত সেই অভিযোগকেই সমর্থন করল।

Related articles

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...
Exit mobile version