Wednesday, December 17, 2025

ফিল্মি কায়দায় ট্রাকে হামলা! দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা খালাসি, চাঞ্চল্য মগরাহাটে 

Date:

ট্রাকে (Truck ) দুষ্কৃতী হামলার জের! দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে মৃত্যু খালাসির। মৃত ব্যক্তির নাম নন্দকিশোর সিংহ (৫২)। বিহারের (Bihar) বেগুসরাই এলাকার বাসিন্দা। সোমবার ভোরে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মগরাহাটের চাঁদপুর এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে পুলিশ (Police) চারজনকে আটক করেছে বলে খবর। ধৃতদের থেকে বেশ কিছু অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত। তার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, সোমবার ভোররাতে আসানসোল-রানিগঞ্জের থেকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের দিকে যাচ্ছিল ট্রাকটি। সেই সময়েই মগরাহাটের কাছে চাঁদপুর এলাকায় রাস্তার উপর বেশ কয়েকটি কাঠের গুঁড়ি পড়ে থাকতে দেখেন ট্রাকচালক। এরপর ট্রাক থামিয়ে দুই খালাসি সেগুলি রাস্তা থেকে সরাতে গেলেই বাধে বিপত্তি। একদল দুষ্কৃতী ট্রাকে হামলা চালায়। চলে মুহুর্মুহু গুলি। তবে ঘটনায় চালক ও এক খালাসি প্রাণে রক্ষা পেলেও, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় অপর খালাসি নন্দকিশোরের।

তবে ঘটনার পর তড়িঘড়ি ট্রাকচালক খালাসিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জ়োনাল) মিতুন দে জানিয়েছেন, ছিনতাইয়ের চেষ্টায় দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল। ইতিমধ্যে ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল অভিযুক্তর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।


Related articles

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...
Exit mobile version