Tuesday, November 4, 2025

কাজে এল না ‘চুক্তি’! ফের রক্তাক্ত মণিপুর, গুলির লড়াইয়ে মৃত্যু মহিলার 

Date:

অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না মণিপুরের (Manipur)। সময় যত গড়াচ্ছে কুকি-মেতেইদের সংঘর্ষ যেন বেড়েই চলেছে। রবিবার সেখানে ফের গুলি চলে বলে অভিযোগ। ঘটনায় এক জনের মৃত্যুর খবর সামনে এসেছে। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় একাধিক মানুষকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, কুকি ও মেতেইদের শান্তি চুক্তির এক মাস কাটতে না কাটতেই ফের এমন কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে কোন পক্ষ গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে কুকি-মেতেইরা। স্থানীয়দের দাবি, রাজ্যের কাংপোকপি জেলার নাখুজাং গ্রামে একটি ড্রোন হামলা হয়। তার জন্য অনেক মানুষ প্রাণে বাঁচতে বাড়ি থেকে বেরিয়ে আসে। সেই সময়েই ছোঁড়া গুলিতেই একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম নাগংবাম সুরবালা (৩১)। পাশাপাশি ঘটনায় আহতের সংখ্যা ৯। পুলিশ সূত্রে খবর, আহত ৯ জনের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ এবং বাকিরা বিস্ফোরণে জখম হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর মতে, বোমা বিস্ফোরণের আগে আকাশে দুটি ড্রোন উড়তে দেখা গিয়েছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই বোমার আওয়াজে কেঁপে ওঠে এলাকা। তবে সূত্রের খবর, এদিন বিস্ফোরণের পর যখন গুলির লড়াই শুরু হয় তখনই পাল্টা দেয় নিরাপত্তারক্ষীরাও। সেই গুলির লড়াইয়ের মাঝে পড়েই প্রাণ হারিয়েছেন ওই মহিলা। ইতিমধ্যে মণিপুর পুলিশ সকলকে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছে।


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version