Tuesday, December 16, 2025

যোগীরাজ্যে নেকড়ের হানায় মৃত্যু শিশুর! মানুষখেকোদের ধরতে ফ্লপ ‘অপারেশন ভেড়িয়া’

Date:

যত কাণ্ড যোগীরাজ্যে! এবার মানুষখেকো নেকড়ের তাণ্ডবে রীতিমতো মাথা খারাপ হওয়ার জোগাড় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। বিগত মাস দু’য়েক ধরে যোগীরাজ্য উত্তরপ্রদেশে (Uttarpradesh) ত্রাস সঞ্চার করেছে একদল মানুষখেকো নেকড়ে। রবিবার রাতে তাদের হানায় দু’বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। আরও তিন জন গুরুতর জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ির ভিতর ঢুকে পড়ে নেকড়ে। স্বভাবতই আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীদের।

গত এক সপ্তাহে নেকড়ের হামলায় মৃত্যু হয়েছে সাত শিশু ও এক মহিলার। রবিবার শিশুমৃত্যুর ঘটনায় রীতিমতো উত্তাল পরিস্থিতি। তবে লাগাতার চাপে পড়ে উত্তরপ্রদেশ প্রশাসন শুরু করেছে ‘অপারেশন ভেড়িয়া’। তবে কী সেই ট্র্যাপ? ছোট বাচ্চার সাইজের পুতুলে শিশুর মূত্র মাখিয়ে নেকড়েদের আকর্ষণ করার ছক কষেছে বন দফতর। এক বন আধিকারিক জানিয়েছেন, ছয় নেকড়ের মধ্যে ইতিমধ্যেই চারটি নেকড়েকে ফাঁদ পেতে ধরা গিয়েছে। পাশাপাশি হাতির মতো বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রাখা হচ্ছে। যাতে নেকড়েরা সহজেই ফাঁদে পা দেয়।

তবে প্রথম দিকে হামলার পেছনে কতগুলি নেকড়ে রয়েছে, তা স্পষ্ট ছিল না। সাধারণ মানুষের বর্ণনার উপর নির্ভর করে অভিযান শুরু করেছিল বন দফতর। ধীরে ধীরে জানা যায়, ছ’টি নেকড়ের দল বাহরাইচে তাণ্ডব চালাচ্ছে। বন দফতরের কর্মীরা জানিয়েছেন, থার্মাল ড্রোন দিয়ে সবসময় নজর রাখা হচ্ছে। বাজি ফাটিয়ে, আওয়াজ তৈরি করে যেখানে ফাঁদ পাতা হয়েছে সেদিকে তাড়া করা হচ্ছে নেকড়েদের। তবে ৪ জন জালে ধরা দিলেও বাকি ২ জনের খোঁজে রীতিমতো চিরুনি তল্লাশি শুরু হয়েছে।


Related articles

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...
Exit mobile version