Saturday, November 8, 2025

সোমের ডেপুটেশন অবশেষে মঙ্গলে, ডাক্তারদের দাবি নিয়ে আলোচনায় সিপি

Date:

প্রায় ২৪ ঘণ্টা পরে অবশেষে নিজেদের দাবি নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা শেষ করল আর জি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা শান্তিপূর্ণ হলেও তাঁদের দাবি পূরণ হয়নি বলেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন চিকিৎসকরা। আলোচনা শেষেও সিপির পদত্যাগের দাবিতে অনড় থাকেন তাঁরা। চিকিৎসকদের ২২ সদস্যের সঙ্গে আলোচনার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া পদত্যাগের প্রশ্ন উড়িয়ে দেন সিপি বিনীত গোয়েল।

আর জি করের ঘটনার রাতে ও ১৪ অগাস্ট কলকাতা পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন চিকিৎসকরা। সেই বিষয়ে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে আলোচনা করেন চিকিৎসকরা। তাঁদের দাবি, কলকাতা পুলিশের পক্ষ থেকে ওই দুই দিন নিরাপত্তা দিতে ঘাটতি ছিল, তা মেনে নিয়েছেন বিনীত গোয়েল। কিন্তু গোটা তদন্তে কলকাতা পুলিশ বা কমিশনারের পদক্ষেপে কোনও রকম ঘাটতি ছিল বলে মেনে নেননি বিনীত গোয়েল।

যদিও চিকিৎসকরা দাবি করেন ওই দুই দিনের ঘটনার দায়ভার নিয়ে পদ থেকে সরে যাওয়ার উচিত ছিল বলে সিপির সামনে বসেই দাবি করেন তাঁরা। সেক্ষেত্রে সিপি তাঁদের উত্তর দেন, উনি নিজের কাজে সন্তুষ্ট। তাই পদত্যাগের প্রশ্ন নেই। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাকে সরিয়ে দেওয়া উচিত মনে করলে উনি সেটা মেনে নেবেন, এমনটা বিনীত গোয়েল জানান বলে দাবি চিকিৎসকদের।

এই আলোচনার শেষে চিকিৎসকদের যে প্রথম দাবি ছিল, পুলিশের ব্যর্থতা শিকারের সেই দাবি পূরণ হয়েছে বলে মানলেও সিপির পদত্যাগের দাবি থেকে তাঁরা সরে আসছেন না বলেও জানান তাঁরা। সেই সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও রয়েছে তাঁদের। পরবর্তীতেও এভাবেই আন্দোলন চলবে। ৪ সেপ্টেম্বর ফের ‘রাত দখলে’র পরিকল্পনা নিয়েছেন তাঁরা, সেই ঘোষণাও করলেন তাঁরা।

চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করা হয় রাজ্যের শাসকদলের তরফেও। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ দাবি করেন,”আন্দোলনকারী চিকিৎসকরা যে আন্দোলন করছেন তাঁরা অনেক যন্ত্রণা থেকে করেছেন। তাঁদের মূল দাবিকে মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সমর্থন করেছেন। বাকি আলোচনা নিয়ে রাজনৈতিক মন্তব্যের অবকাশ নেই। আন্দোলনকারীরাও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। নগরপাল নিজের ভূমিকা পালন করেছেন।”

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version