Thursday, August 21, 2025

এখনই কি টেস্ট-একদিনের ক্রিকেট থেকে অবসর রোহিতের ? মুখ খুললেন হিটম্যান

Date:

২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ক্রিকেটের ছোট ফর্ম্যাট থেকে অবসর নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এখন শুধু টেস্ট এবং একদিনের ক্রিকেটে খেলছেন হিটম্যান। দিচ্ছেন দলকে নেতৃত্ব। এখন প্রশ্ন উঠছে এবার কি ক্রিকেটের বাকি দুই ফর্ম্যাট থেকে অবসর নেবেন রোহিত ? আর এই নিয়ে এবার মুখ খুললেন রোহিত নিজেই। জানালেন তাঁর পরিকল্পনা।

রোহিত বলেন, “ আমার পাঁচটা আইপিএল ট্রফি জেতার নেপথ্যে একটা কারণ আছে। একবার ট্রফি জিতলে আমি থামতে চাই না। আরও ট্রফি জিততে চাই। দল হিসাবে আরও সাফল্য পেতে চাই। আমরা সেটাই করব। সামনে বেশ কয়েকটা কঠিন সিরিজ আছে। সেগুলোর কথা ভাবছি। এখনই থামার কথা ভাবছি না। ” এখানেই না থেমে রোহিত আরও বলেন, “ একবার যখন একটা ট্রফি জিতেছি, তখন আগামী দিনে আরও ট্রফি জিততে চাই। সেই লক্ষ্যেই এগোব। আমি জানি, দলের বাকিরাও সেই কথাই ভাবছে।”

সদ্য ঘোষণা হয়েছে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুন থেকে শুরু টেস্ট বিশ্বকাপ ফাইনাল। টানা তৃতীয়বার ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের। তবে তার জন্য সামনের কয়েক মাসে যে ১০টি টেস্ট রয়েছে তাতে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে টিম ইন্ডিয়ার। সেকথা ভালই জানেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই নিয়ে রোহিত বলেন, “ ভারতীয় ক্রিকেট ঠিক দিকে এগোচ্ছে। গত দু’বছরে আমরা যেভাবে খেলেছি তা মনে রাখার মতো। আশা করছি ভবিষ্যতেও সেটা করতে পারব। সামনে কঠিন সিরিজ রয়েছে। তারই প্রস্তুতি শুরু করেছি।”

আরও পড়ুন- ঘোষণা বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিন, কোথায় হবে ফাইনাল ? 


Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version