হরিয়ানাতে বাংলার যুবক গোরক্ষকদের হাতে খুন হন। সেই পিটিয়ে খুনের ঘটনায় মৃত দক্ষিণ ২৪ পরগনার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের (Sabir Mallik) স্ত্রীকে চাকরি দিল রাজ্য সরকার। বুধবার সাবিরের স্ত্রী শাকিলা সর্দার মল্লিক (Shakila Sardar Mallik) কন্যা-সহ নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করেন। মৃতের স্ত্রীর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। বাসন্তীতে ভূমি ও ভূমি সংস্কার দফতরে এক বছরের জন্য অ্য়াটেনডেন্ট এবং পরে গ্রুপ ডি পদে শাকিলাকে নিয়োগ করা হয়েছে।
হরিয়ানাতে মৃত বাংলার শ্রমিকের স্ত্রীকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
Date:
Share post: