Thursday, November 6, 2025

শুরুতেই জোড়া অ্যাওয়ে ম্যাচ, চিন্তিত নন কুয়াদ্রাত, দল নিয়ে আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ

Date:

পরে গিয়েছে আইএসএল-এর ঢাকে কাঠি। গতকাল শহরের এক পাঁচতারা হোটেলে ছিল ছটি আইএসএল মিডিয়া ডে। সেখানেই আসন্ন মরশুম নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গল এফসি কোচ কার্লোস কুতদ্রাত। জানালেন তাঁর পরিকল্পনা।

শুরুতেই জোড়া অ্যাওয়ে ম্যাচ! ১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইএসএল শুরু করবে লাল-হলুদ। ২২ সেপ্টেম্বর কেরলা ব্লাস্টার্সের বিরুদ্ধে। সেটাও অ্যাওয়ে ম্যাচ। যদিও সূচি নিয়ে বাড়তি কোনও চাপ নেই কুয়াদ্রাতের। বুধবার আইএসএলের মিডিয়া ডে-তে ইস্টবেঙ্গল কোচের সাফ কথা, ‘‘আমার ফুটবলাররা মাঠে নামার জন্য তৈরি। এবার লড়াই করার মতোই দল হয়েছে। শুরুতেই পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে আমাদের। তবে আইএসএলের সূচি সব সময়ই কঠিন হয়। অনেক বছর পর আমরা প্রায় একই দল নিয়ে ৩৫টি ম্যাচ খেলেছি। ট্রেভর মর্গ্যান ইস্টবেঙ্গলের কোচ থাকার সময় শেষবার এমন পরিস্থিতি হয়েছিল।’’

কুয়াদ্রাত আরও যোগ করেছেন, ‘‘দলের প্রস্তুতিতে আমি খুশি। দু-একজন ছাড়া দলে কোনও বড় ধরনের চোট-সমস্যা নেই। একটা নতুন মরশুম শুরু করতে চলেছি। আমাদের বাস্তবের মাটিতে পা রেখে চলতে হবে। এই মরশুমেও অন্তত একটা ট্রফি জিততে চাই। সুপার সিক্সে উঠতে পারলে অনেক কিছুই সম্ভব।’’

একই কথা শোনা গেল লাল-হলুদের অধিনায়ক তথা ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভার মুখেও। তাঁর বক্তব্য, ‘‘ইস্টবেঙ্গলে এটা আমার তৃতীয় মরশুম। ক্লাবের ইতিহাস আমার অজানা নয়। এবার আমাদের দলটা ভাল হয়েছে। চেষ্টা করব সমর্থকদের খুশি করার। প্রথম টার্গেট প্রথম ছয়ে শেষ করা। প্রথম দুটো অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট তুলতেই হবে।’’

দলের অভিজ্ঞ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীর মুখে আবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ম্যাচ। তিনি বলেন, ‘‘আমার মতো বাংলার ছেলেদের কাছে ডার্বির আলাদা গুরুত্ব রয়েছে। আশা করি, এবার আমরা সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারব।’’

আরও পড়ুন- আইপিএলে কোচ হিসাবে ফিরছেন রাহুল দ্রাবিড়!


Related articles

তারাসুন্দরীর মঞ্চে ম্যাজিক দেখালেন গার্গী

কুণাল ঘোষ বাংলার নাট্যমঞ্চে ইতিহাসের পাতাকে পুনরুজ্জীবিত করেই এক নতুন ইতিহাস লেখা হল। লিখলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhuri),...

হাসপাতালে স্থিতিশীল জিতু, বুধের রাতেই হঠাৎ অসুস্থ সৌমিতৃষা!

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি অভিনেতা জিতু কামাল (Actor Jeetu Kamal)আপাতত স্থিতিশীল। ৫ নভেম্বর ধান্যকুড়িয়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti...

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...
Exit mobile version