১৪ অগাস্টের পর ৪ সেপ্টেম্বর- তিলোত্তমার বিচারের দাবিতে ফের রাত দখল। তবে গতবারের মতো এবার সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকল না এই প্রতিবাদ কর্মসূচি। আগেরবার বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছিল খাস আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital)। তাছাড়া বাকি আন্দোলন ছিল শান্তিপূর্ণ। কিন্তু ৪ সেপ্টেম্বর রাত বাড়তেই বিভিন্ন জায়গা থেকে কয়েকটি অপ্রীতিকর ঘটনার খবর মিলেছে। “গো ব্যাক” স্লোগান শুনে শ্যামবাজারের প্রতিবাদস্থল ছাড়তে হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। গড়িয়ায় সন্দেহজনক এক ব্যক্তিকে মারধর করেন আন্দোলনকারীরা। তবে, বেশিরভাগ জায়গাতেই গানে, স্লোগানে, পথনাটিকায়, মোমবাতি-মশাল জ্বালিয়ে আর জি কর-কাণ্ডের দ্রুত বিচারের দাবিতে রাত জাগে বাংলা।
যাদবপুরে মোমবাতি জ্বেলে বিচার চান অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। পথে নেমে প্রতিবাদে সামিল হন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও।