Saturday, November 8, 2025

বিশ্বভারতীর হস্টেলে ছাত্রীর দেহ উদ্ধার! খুন না আত্মহত্যা ঘনাচ্ছে রহস্য

Date:

বিশ্বভারতীর (Visva-Bharati) আবসিক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সন্ধ্যায় আম্রপালি গার্লস হস্টেলে (Amrapali Girls Hostel) অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বীরভূম জেলা পুলিশের অতিরিক্ত সুপার রানা মুখোপাধ্যায় এবং বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল। তথ্য প্রমাণ যাতে নষ্ট না হয় তার জন্য পুলিশ ছাত্রী নিবাসে ঢুকলে পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিশ্বভারতীর আধিকারিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্বভারতীর শিল্প সদনের (Shilpa Sadan) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন অনামিকা৷ তিনি উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা৷ বৃহস্পতিবার বিকেলে ছাত্রী নিবাস থেকে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার করা হয়। তাকে প্রথমে তাঁকে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে (Pearson Memorial Hospital) নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতির কারণে বোলপুর মহকুমা হাসপাতালে (Bolpur SD Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একাংশের ছাত্রীদের দাবি মৃতা ছাত্রী বিষ খেয়েছিল।

অন্যদিকে, ছাত্রী মৃত্যুর ঘটনায় আম্রপালি হস্টেলে পুলিশ তদন্ত করতে ঢুকলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কর্তৃপক্ষ ছাড়া কীভাবে হস্টেলের ভেতরে পুলিশ প্রবেশ করল? পাশাপাশি তাদের দাবি, কীভাবে মৃত্যু ঘটল ওই ছাত্রীর, অবিলম্বে জানাতে হবে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। ঘটনার রাতে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত হস্টেলে গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা।

তবে এই ইস্যুতে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে চায় জেলা পুলিশ। ঘটনাস্থল পর্যবেক্ষণের পর বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার বলেন,  “ঘটনার খবর পাওয়ার পরেই সিদ্ধান্ত  হয়েছে, বোর্ড বসিয়ে কোনও মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত করা হবে। প্রমাণ লোপাটের ভয়ে হস্টেলের ঘরটি সিল করা হয়েছে। প্রয়োজনে ফরেন্সিক দলকে ডাকা হবে। তদন্তে কোনও ত্রুটি রাখা হবে না।”

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version