Monday, August 25, 2025

১) জল্পনাই সত্যি। ফের আইপিএল-এ ফিরলেন ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। দ্রাবিড় তাঁর পুরোনো দল রাজস্থান রয়্যালসের কোচের পদে ফিরছেন তিনি। ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানোর পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন দ্রাবিড়। মাঝে দু’মাস বিরতিতে ছিলেন দ্য ওয়াল। তবে আবার কোচের পদে ফিরছেন দ্রাবিড়।

২) কলকাতা লিগে দারুণ ছন্দে ইমামি ইস্টবেঙ্গল। এদিন লিগের ম্যাচে কলকাতা পুলিশকে হারাল ৩-০ গোলে। এই জয়ের ফলে লিগের শীর্ষে চলে গেল লাল-হলুদ। এদিন দারুণ ফুটবল উপহার দেন বিনো জর্জের দল। ইস্টবেঙ্গলের হয়ে গোল বাথালা সুনীল, তন্ময় দাস এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের।

৩) রঙিন বিদায় জানান হল আর্জেন্তিনার তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। বৃহস্পতিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেমেছিল নীল-সাদার দল। আর্জেন্তিনার প্রতিপক্ষ ছিলেন চিলি। আর এই ম্যাচের পর ডি মারিয়াকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানান তাঁর সতীর্থেরা। বন্ধু ডি মারিয়ার বিদায় অনুষ্ঠানে আবেগঘন বার্তা আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসির।

৪) রেকর্ড যেন তাঁর নামে সঙ্গে অতপ্রতভাবে জরিত। মাঠ হোক বা মাঠের বাইরে। নজির গড়া যেন তাঁর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার ফুটবল কেরিয়ারে ৯০০টি গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছুঁয়ে ফেললেন মাইলস্টোন । সেই সঙ্গে পর্তুগালের জার্সিতে ১১৩টি গোলও করে ফেললেন তিনি।

৫) ডায়মন্ড লিগের ফাইনালে নামার যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া। ব্রাসেলসে ১৩ এবং ১৪ সেপ্টেম্বর ডায়মন্ড লিগের ফাইনাল হবে। জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগের পরে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিলেন নীরজ। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে। জার্মানির জুলিয়ান ওয়েবার ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

আরও পড়ুন-ফের কোচের পদে দ্রাবিড়, রাজস্থান রয়্যালের দায়িত্বে ভারতের প্রাক্তন কোচ

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version