Sunday, May 4, 2025

এবার ‘অনধিকার ছুটি’তে কড়া বার্তা মুখ্যসচিবের, সোমে বৈঠকে মুখ্যমন্ত্রী

Date:

রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের আগেই সরকারি কর্মীদের জন্য কড়া বার্তা মুখ্যসচিবের। একদিকে যেমন রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে প্রত্যেককে কাজের প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দেওয়া হয়েছে। তেমনই সবথেকে তাৎপর্যপূর্ণভাবে অনধিকার ছুটির উপর কড়া ব্যবস্থার বার্তা দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফ থেকে। সোমবার মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন তার আগে এই বিজ্ঞপ্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে দাবি রাজনৈতিক মহলের।

মনোজ পন্থ রাজ্যের মুখ্যসচিব পদে দায়িত্বভার গ্রহণ করার পর সোমবার প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই সরকারি কর্মীদের উদ্দেশে মুখ্যসচিবের বার্তা লোকসভা ভোট ও তারপরে বিধানসভা উপনির্বাচনের কারণে এমনিতেই কাজকর্মের গতি শ্লথ হয়েছে। তার পর বিক্ষিপ্ত ভাবে কিছু জেলায় প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও ঘটেছে। যেকারণে প্রায় চার মাস সরকারি দফতরের কাজকর্ম গতি হারিয়েছে। সেই গতি  ফিরিয়ে আনতে সবাইকে আরও সক্রিয় হয়ে কাজ করতে তিনি নির্দেশ দিয়েছেন।

বিশেষত জোর দেওয়া হয়েছে গ্রামীণ আবাস, গ্রামীণ কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সরবরাহ ইত্যাদি প্রকল্পের কাজে। সেই সঙ্গে জোর দেওয়া হয়েছে লাভজনক প্রকল্পগুলির উপর যা রাজ্যের পিছিয়ে পড়া শ্রেণিগুলির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। প্রত্যেক কর্মীকে নিজেদের কাজের সময়ের মধ্যে শেষ করার বার্তাও দেওয়া হয়েছে।

সেই সঙ্গে জোর দেওয়া হয়েছে ছুটি নিয়ে কোনও ধরনের বেনিয়ম বা কাজে কোনও ধরনের গাফিলতি নিয়ে। এই ধরনের অপরাধকে সার্ভিস রুলের লঙ্ঘন হিসাবেই দেখা হবে বলে রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন। সোমবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন ও পুলিশে বড় রকমের ঝাঁকুনি দিতে পারেন। তার আগে শনিবারের এই নির্দেশিকা জারি তাৎপর্যপূর্ণ।

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version