Tuesday, August 26, 2025

এবার ‘অনধিকার ছুটি’তে কড়া বার্তা মুখ্যসচিবের, সোমে বৈঠকে মুখ্যমন্ত্রী

Date:

রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের আগেই সরকারি কর্মীদের জন্য কড়া বার্তা মুখ্যসচিবের। একদিকে যেমন রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে প্রত্যেককে কাজের প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দেওয়া হয়েছে। তেমনই সবথেকে তাৎপর্যপূর্ণভাবে অনধিকার ছুটির উপর কড়া ব্যবস্থার বার্তা দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফ থেকে। সোমবার মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন তার আগে এই বিজ্ঞপ্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে দাবি রাজনৈতিক মহলের।

মনোজ পন্থ রাজ্যের মুখ্যসচিব পদে দায়িত্বভার গ্রহণ করার পর সোমবার প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই সরকারি কর্মীদের উদ্দেশে মুখ্যসচিবের বার্তা লোকসভা ভোট ও তারপরে বিধানসভা উপনির্বাচনের কারণে এমনিতেই কাজকর্মের গতি শ্লথ হয়েছে। তার পর বিক্ষিপ্ত ভাবে কিছু জেলায় প্রাকৃতিক দুর্যোগের ঘটনাও ঘটেছে। যেকারণে প্রায় চার মাস সরকারি দফতরের কাজকর্ম গতি হারিয়েছে। সেই গতি  ফিরিয়ে আনতে সবাইকে আরও সক্রিয় হয়ে কাজ করতে তিনি নির্দেশ দিয়েছেন।

বিশেষত জোর দেওয়া হয়েছে গ্রামীণ আবাস, গ্রামীণ কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সরবরাহ ইত্যাদি প্রকল্পের কাজে। সেই সঙ্গে জোর দেওয়া হয়েছে লাভজনক প্রকল্পগুলির উপর যা রাজ্যের পিছিয়ে পড়া শ্রেণিগুলির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। প্রত্যেক কর্মীকে নিজেদের কাজের সময়ের মধ্যে শেষ করার বার্তাও দেওয়া হয়েছে।

সেই সঙ্গে জোর দেওয়া হয়েছে ছুটি নিয়ে কোনও ধরনের বেনিয়ম বা কাজে কোনও ধরনের গাফিলতি নিয়ে। এই ধরনের অপরাধকে সার্ভিস রুলের লঙ্ঘন হিসাবেই দেখা হবে বলে রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন। সোমবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন ও পুলিশে বড় রকমের ঝাঁকুনি দিতে পারেন। তার আগে শনিবারের এই নির্দেশিকা জারি তাৎপর্যপূর্ণ।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version