Friday, November 28, 2025

পঞ্চায়েত প্রধানের সই ও সিল নকল, বিজেপির মণ্ডল আহ্বায়ক-সহ গ্রেফতার ২

Date:

Share post:

পঞ্চায়েত প্রধানের সই ও সিল নকল করে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট বের করার অভিযোগ উঠল বিজেপির মণ্ডল আহ্বায়কের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধানের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বিজেপির মণ্ডল আহ্বায়ক-সহ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃত বিজেপি নেতার নাম তন্ময় সরকার। ধৃত আর একজন প্রহ্লাদ হালদার সম্পর্কে তার জামাই। দু’জনকেই গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, স্থানীয় গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দুলাল মাঝির সই ও সিল নকল করে ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট বের করেছিলেন গাড়াপোতা পঞ্চায়েতের কুন্দিপুর এলাকার বাসিন্দা ওই বিজেপি নেতার বাবা পরীক্ষিত সরকার। তার ছেলে তন্ময় সরকার বিজেপির মণ্ডল আহ্বায়ক। অভিযোগ, তন্ময়ই তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে পঞ্চায়েত প্রধানের সই, সিল এবং মেমো নম্বর নকল করে ওয়ারিশন সার্টিফিকেট বের করে দিয়েছিল।

জানা গিয়েছে, ওই সার্টিফিকেট বনগাঁর বিএলআরও দফতরে জমা দেওয়া হয়। বিএলআরও দফতর থেকে ভেরিফিকেশনের জন্য ওই ওয়ারিশন সার্টিফিকেট গাড়াপোতা পঞ্চায়েতে পাঠানো হয়। পঞ্চায়েত প্রধান দুলাল মাঝি দেখেন, ওই সার্টিফিকেটে দেওয়া তথ্যের কোনও রেকর্ড তাঁর পঞ্চায়েতে নেই। পঞ্চায়েতের সিল, মেমো নম্বর এবং প্রধানের সই নকল করা হয়েছে। তারপরই গাড়াপোতার পঞ্চায়েত প্রধান দুলাল মাঝি বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।











spot_img

Related articles

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে কবে রিপোর্ট? রাজ্যকে সময় বেঁধে দিল হাই কোর্ট

বাংলায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো মামলায় রিপোর্ট রাজ্যকে দিতে ৭ দিন সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে...