Sunday, August 24, 2025

‘বিচারের দাবি’তে বিজেপির অবরোধ, অ্যাম্বুলেন্সে প্রাণ গেল প্রসূতির!

Date:

শুক্রবার ডাক্তারদের কর্মবিরতির জেরে প্রাণ গিয়েছিল তরতাজা যুবকের। এবার আর জি করকে ইস্যু করে রাজনীতির ফায়দা তুলতে নামা বিজেপির অবরোধের জেরে প্রাণ গেল এক প্রসূতির। বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচিতে নদিয়ার ফুলিয়ায় আটকে পড়ে অ্যাম্বুলেন্সে। সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে মৃত্যু হল মাত্র ২৩ বছরের অন্তঃসত্ত্বা যুবতীর। পরিবার প্রশ্ন তুলেছে, যে প্রতিবাদে মানুষের প্রাণ যায়, সেই প্রতিবাদের কী অর্থ। নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবি জানানোর আড়ালে আদতে কাদের নির্মম চেহারা বেরিয়ে আসছে, তা দুই মৃত্যুতে স্পষ্ট।

আর জি করের ঘটনা নিয়ে বিজেপি যে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, তা আরএসএস কর্মীদের ছাত্র সমাজের আড়ালে মাঠে নামার ঘটনাই প্রমাণ করেছে। তারপরেও রাজ্যে বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে বিজেপির অসভ্যতার ছবি স্পষ্ট হয়েছে তাদের আন্দোলনে। শুক্রবার চাক্কা জ্যামের ডাক দিয়েছিল বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গায় সেই আন্দোলন ঘিরে প্রবল অশান্তির ছবিও ফুটে ওঠে। তবে নদিয়ার ফুলিয়ার ঘটনা তার মধ্যে সবথেকে মর্মান্তিক। ২৩ বছরের দুর্গা শীল মৃগীর রোগী ছিলেন। অন্তঃসত্ত্বা দুর্গা শুক্রবার হঠাৎ অজ্ঞান হয়ে যায়। পরিবার তাঁকে প্রথমে ফুলিয়া হাসপাতালে নিয়ে যায়।

কিন্তু দুর্গার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে রেফার করা হয়। পেশায় সেলুন ব্যবসায়ী হীরা স্ত্রীকে দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১২ নম্বর জাতীয় সড়কে উঠতেই বারবার তাঁদের অ্যাম্বুলেন্স আটকে যায় বিজেপির অবরোধে। হবিবপুরের কাছে তাঁদের অ্যাম্বুলেন্স এগোতে দেওয়ার জন্য কার্যত পায়ে ধরতে থাকেন হীরা। শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছালে দুর্গাকে দেখে চিকিৎসক জানান, দেরি হয়ে গিয়েছে। দুর্গার নিষ্প্রাণ শরীর নিয়ে হীরা কান্নায় লুটিয়ে প্রলাপ করেন, অবরোধের জন্য সময়ে পৌঁছাতে পারলেন না হাসপাতালে। অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে হারালেন পৃথিবীর আলো না দেখা সন্তানকেও।

আর জি করে তিন ঘণ্টা অপেক্ষা করার পরে শ্রীরামপুরের বিক্রমের মৃত্যুর পরে তাঁর মা দাবি করেছিলেন, মায়ের কোল খালি করে কীসের বিচার চাইছেন চিকিৎসকরা। শুক্রবার নদিয়ার দুর্গার মৃত্যুর পর একই স্বর স্বামী হীরার মুখে। তাঁর প্রশ্ন, বিজেপির অবরোধের জন্য এগোতেই পারলেন না। তাহলে এই অবরোধ করে প্রতিবাদ করার কী অর্থ?

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version