Thursday, August 21, 2025

সুপ্রিম কোর্টের পরীক্ষা! কালো বেলুনে বিচারের দাবি জানালেন চিকিৎসকরা

Date:

সুপ্রিম কোর্টে সোমবার আর জি কর মামলার শুনানির আগে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা। সিবিআই কুড়ি দিনের বেশি সময় ধরে তদন্তভার নিলেও বিচার এখনও অধরা। সুপ্রিম কোর্টেও পিছিয়ে যাচ্ছে এই মামলা। সিবিআই সোমবার সর্বোচ্চ আদালতে কী বলে তার দিকে তাকিয়ে গোটা রাজ্য। সিবিআই-কে সঠিক পথে এগোনোর দাবি জানিয়ে রবিবার পথে নামলেন রাজ্যের চিকিৎসকরা। এনআরএস হাসপাতালের সামনে বিচারের দাবি জানানো কালো বেলুন উড়িয়ে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করেন তাঁরা।

আর জি করের ঘটনার পরে সঠিক বিচারের দাবি জানিয়ে যৌথমঞ্চ তৈরি করে আন্দোলন চালানো হচ্ছে। সেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গল-এর তরফ থেকে রবিবার এনআরএস হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত হাঁটার সিদ্ধান্ত নেন। ডাক দেওয়া হয়েছিল চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সব ধরনের কর্মীদের। সেই মতো রবিবার দুপুর তিনটে নাগাদ মিছিল শুরু হয় এনআরএস হাসপাতালের সামনে থেকে।

৯ অগাস্ট আর জি করে ধর্ষণ-খুনের ঘটনার পর তদন্তভার নিয়ে মূল অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের। ১৩ অগাস্ট সিবিআই-এর হাত মামলার তদন্তভার যায়। কিন্তু সিবিআই নতুন কোনও গ্রেফতারি বা তদন্ত সাপেক্ষে কোনও বিবৃতি পর্যন্ত প্রকাশ করেনি। ফলে আর জি করের তদন্তে বিচারের দাবি জানানো বিক্ষোভকারীরা অন্ধকারেই রয়ে গিয়েছে। রবিবার তাই ডাক্তারদের মিছিল থেকে দাবি জানানো হয়, তাঁদের দাবি বিচারের। এখনও পর্যন্ত তাঁরা বিচার নিয়ে আশাহত হয়ে রয়েছেন। তাই সুপ্রিম কোর্টের এবার পরীক্ষা সোমবার। সেখানেই একমাত্র তাঁদের আশা পূরণ হতে পারে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version