Sunday, November 9, 2025

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসকে ধর্ষণ-খুনের পরে কেটেছে ৩০ দিন। সোমবার, সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি। স্যাটাস রিপোর্ট জমা দেবে তদন্তকারী সংস্থা CBI। তার আগে রবিবার দিনভর বিভিন্ন মিছিল থেকে বিচার চাওয়া হল। আর নির্যাতিতার পরিবাদের তরফ থেকে উঠল বিচারের দাবি। We want justice নয়, আওয়াজ উঠল We demand justice।রবিবার, তরুণীর ধর্ষণ-খুনের বিচার চেয়ে এনআরএস হাসপাতাল থেকে ধর্মতলার মিছিল করেন চিকিৎসকেরা। সেই মিছিলে যোগ দেন নির্যাতিতার বাবা-মা-সহ পরিবারের সদস্যেরা। দ্রুত বিচারের দাবি ওঠে মিছিল থেকে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানের বদলে নির্যাতিতার কাকিমা বললেন, ‘উই ডিমান্ড জাস্টিস’। তাঁদের সঙ্গে গলা মিলিয়ে চিকিৎসকেরা বলেন, ”একটাই দাবি আমাদের। বিচার চাই। এ বার সুপ্রিম কোর্টের (Supreme Court) পরীক্ষা। আমাদের আশাপূরণ করতে পারে শীর্ষ আদালতই।”
এদিন ধর্মতলায় দাঁড়িয়ে নির্যাতিতার বাবার কথায়, সহজে বিচার পাবেন না, সেটা তিনি জানেন। কিন্তু সবাই পাশে থাকলে মেয়ের মৃত্যুর বিচার ছিনিয়ে আনবেন। তিনি বলেন, “মেয়ের সঙ্গে যে জঘন্য অপরাধ হয়েছে, তার যে সম্মিলিত প্রতিবাদ হচ্ছে, তাতে আমি সাহস পেয়েছি। সবাইকে বলতে চাই, আমার সঙ্গে থাকুন। যা পরিস্থিতি দেখছি, বিচার সহজে পাব না। বিচার আমাদের ছিনিয়ে নিয়ে আসতে হবে। আশা করি, সবাই আমাকে সহযোগিতা করবেন। আপনারাই আমার সাহস।”

মৃতার মায়ের কথায়, “ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। বলত, আমি ডাক্তার হব মা। বড় হয়ে ডাক্তার হয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আরজি করে বলিদান করল আমার মেয়ে। নৃশংস, অত্যাচারিত হয়ে হয়তো মেয়েটা ‘মা-মা’ বলেছে। প্রতি দিন কানে মেয়ের ‘মা’ ডাক শুনি।” নির্যাতিতার মায়ের আর্জি, “শুধু একটাই আবেদন, যত দিন আমার মেয়ে বিচার না পায়, আপনারা আন্দোলন জারি রাখুন।”

চিকিৎসকদের মিছিল থেকে চিকিৎসকের কাকিমা বলেন, “ছোট থেকে যে মেয়েটাকে বড় হতে দেখেছি, বাপি-মায়ের সঙ্গে যে কাকিমা ডাক শুনেছি মেয়েটার গলায়, আমাকে কাকিমা বলার মতো আর কেউ নেই।” তাঁর কথায়, “শুধু বলতে চাই, ‘উই ওয়ান্ট জাস্টিস’ না। ‘উই ডিমান্ড জাস্টিস’। আপনারাও সবাই বলুন, আমদের দাবি ‘জাস্টিস’। যত দিন না এই ঘটনার সুবিচার আসে, তত দিন আপনারা কেউ রাস্তা ছাড়বেন না।”

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version