আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসকে ধর্ষণ-খুনের পরে কেটেছে ৩০ দিন। সোমবার, সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি। স্যাটাস রিপোর্ট জমা দেবে তদন্তকারী সংস্থা CBI। তার আগে রবিবার দিনভর বিভিন্ন মিছিল থেকে বিচার চাওয়া হল। আর নির্যাতিতার পরিবাদের তরফ থেকে উঠল বিচারের দাবি। We want justice নয়, আওয়াজ উঠল We demand justice।
এদিন ধর্মতলায় দাঁড়িয়ে নির্যাতিতার বাবার কথায়, সহজে বিচার পাবেন না, সেটা তিনি জানেন। কিন্তু সবাই পাশে থাকলে মেয়ের মৃত্যুর বিচার ছিনিয়ে আনবেন। তিনি বলেন, “মেয়ের সঙ্গে যে জঘন্য অপরাধ হয়েছে, তার যে সম্মিলিত প্রতিবাদ হচ্ছে, তাতে আমি সাহস পেয়েছি। সবাইকে বলতে চাই, আমার সঙ্গে থাকুন। যা পরিস্থিতি দেখছি, বিচার সহজে পাব না। বিচার আমাদের ছিনিয়ে নিয়ে আসতে হবে। আশা করি, সবাই আমাকে সহযোগিতা করবেন। আপনারাই আমার সাহস।”
মৃতার মায়ের কথায়, “ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। বলত, আমি ডাক্তার হব মা। বড় হয়ে ডাক্তার হয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আরজি করে বলিদান করল আমার মেয়ে। নৃশংস, অত্যাচারিত হয়ে হয়তো মেয়েটা ‘মা-মা’ বলেছে। প্রতি দিন কানে মেয়ের ‘মা’ ডাক শুনি।” নির্যাতিতার মায়ের আর্জি, “শুধু একটাই আবেদন, যত দিন আমার মেয়ে বিচার না পায়, আপনারা আন্দোলন জারি রাখুন।”
চিকিৎসকদের মিছিল থেকে চিকিৎসকের কাকিমা বলেন, “ছোট থেকে যে মেয়েটাকে বড় হতে দেখেছি, বাপি-মায়ের সঙ্গে যে কাকিমা ডাক শুনেছি মেয়েটার গলায়, আমাকে কাকিমা বলার মতো আর কেউ নেই।” তাঁর কথায়, “শুধু বলতে চাই, ‘উই ওয়ান্ট জাস্টিস’ না। ‘উই ডিমান্ড জাস্টিস’। আপনারাও সবাই বলুন, আমদের দাবি ‘জাস্টিস’। যত দিন না এই ঘটনার সুবিচার আসে, তত দিন আপনারা কেউ রাস্তা ছাড়বেন না।”