Saturday, May 17, 2025

জাস্টিস ফর আর জি কর-এর দাবির মধ্যেই এবার আওয়াজ উঠল ‘জাস্টিস ফর কোন্নগর’ (Justice for Konnagar)। আর জি কর হাসপাতালে (R G Kar Madical College And Hospital) বিনা চিকিৎসায় কোন্নগরের যুবকের মৃত্যুর প্রতিবাদে রবিবার রাতে পথে নামলেন কয়েক হাজার মানুষ। কারও হাতে মোমবাতি, আবার কারও হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট। কোন্নগর ডি ওলডি মোড়ে জিটি রোড সংলগ্ন এলাকার আলো নিভিয়ে হাতে মোমবাতি নিয়ে কয়েকশো মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে এই প্রতিবাদ।শুক্রবার কোন্নগরের আহত যুবক বিক্রম ভট্টাচার্যের আর জি কর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বিক্রমের মা বুকফাটা কান্নায় প্রশ্ন তুলেছিলেন, ডাক্তারদের কর্মবিরতি আন্দোলনের জন্য আর কত মায়ের কোল খালি হবে? সন্তানহারা মায়ের দাবি, তাঁর ছেলের মৃত্যুর যেন বিচার হয়।আর কোন্নগরের বিক্রমের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে যখন সকলে সরব, তখনই আবার বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার কথা সামনে এসেছে রিষড়ায়। এসএসকেএম হাসপাতালে রাজীব বিশ্বাস নামে রিষড়ার যুবক পরিষেবা না পেয়ে মারা যান বলে অভিযোগ। এই ঘটনার পরে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ঝড় ওঠে সোস্যাল মিডিয়ায়। ভাইরাল হতে থাকে Justice for Konnagar দাবি।

রবিবার কোন্নগর নাগরিক সমাজের পক্ষ থেকে হাতে মোমবাতি জ্বালিয়ে আর মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি পালন হয়। যেখানে প্রতিবাদীদের সুর ওঠে তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন চলছে, চলুক। চিকিৎসকরা আন্দোলনের পাশাপাশি কর্মজীবনে ফিরে আসুন। কারণ বহু সাধারণ মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন।

এদিনের মানব বন্ধন কর্মসূচি থেকে মামনি দাস বলেন, আর জি করে তরুণী ডাক্তারের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটেছে প্রথম দিন থেকেই আমরা তার প্রতিবাদ জানিয়েছি। দোষীর ফাঁসির দাবি জানিয়েছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি ডাক্তারবাবুরা প্রতিবাদ জানতে গিয়ে যে কর্মবিরতি পালন করছে তার জন্য সাধারণ মানুষের বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। ডাক্তাররা তাদের প্রতিবাদ করছেন করুন। সবাই প্রতিবাদ করছে। কিন্তু তাঁদের প্রতিবাদের কারণে কেনো অন্য মায়ের কোল খালি হবে? গরিব মানুষরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যেতে পারে না। তাঁদের ভরসা সরকারি হাসপাতাল। তাই সাধারণ অসহায় মানুষ যেন সরকারি হাসপাতালে গিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে তাঁরা যেন সঠিক চিকিৎসা পান। তাই ডাক্তারদের করজোড়ে নিবেদন তাঁরা প্রতিবাদের সাথে সাথে যেন কাজে যোগ দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেন।

আবার একই দিনে বিক্রম ভট্টাচার্যের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে জাস্টিস ফর কোন্নগর দাবি নিয়ে কোন্নগর চলচ্চিত্র মোড়ে কয়েক হাজার মানুষ মশাল মিছিল করে চিকিৎসা পরিষেবা দেওয়ার আবেদন জানানো হয়। এছাড়াও নাগরিক সমাজ আগামী দিনেও জাস্টিস ফর কোন্নগর দাবি নিয়ে পথে থাকবে বলেও জানায়।










Related articles

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...
Exit mobile version