মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য শারীরশিক্ষা-কর্মশিক্ষায় (SLST) শূন্য পদ তৈরি হয়। দেওয়া হয় নিয়োগপত্র। কিন্তু কুচক্রীদের কারণে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা ঠুকে সেই নিয়োগে স্থগিত করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার হাইকোর্ট অভিযানের ডাক দেন শারীরশিক্ষা-কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা। কিন্তু আকাশবাণীর সামনে তাঁদের পথ আটকায় পুলিশ। প্রথম থেকেই এই চাকরিপ্রার্থীরা তাঁদের সমস্যা জানিয়ে আসছেন তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে (Kunal Ghosh)। এদিনও আটকে পড়ে তাঁরা কুণালের স্মরণাপন্ন হন। তৃণমূল নেতা গিয়ে পুলিশকে বিষয়টি বুঝিয়ে বললে ৬জনের প্রতিনিধি দল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেন।
পরে পুলিশ ছজন চাকরিপ্রার্থীকে গাড়ি করে হাই কোর্টে নিয়ে যায়। তাঁরা গিয়ে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেন।
