Sunday, August 24, 2025

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋষভ পন্থ! ক্রিকেটারের প্রেমিকাকে চেনেন নাকি

Date:

দুর্ঘটনা, চোট আঘাত, জাতীয় দল থেকে ছিটকে যাওয়া আর তারপর অদম্য লড়াই করে নিজের যোগ্যতা প্রমাণ এবং কামব্যাক। জীবনের কঠিন সময় কাটিয়ে এবার ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবনে ফোকাস করতে চান ভারতীয় দলের (Team India) তারকা উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Panth)। বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলে তাঁর নাম রয়েছে।খুব স্বাভাবিকভাবেই সেপ্টেম্বরের এই সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ভারতীয় দলের প্লেয়াররা। এর মাঝেই হঠাৎ করে ঋষভের বিয়ের নয়া গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Rishabh Panth wedding news goes viral)। উর্বশীর সঙ্গে সম্পর্ক ভেঙেছে অনেকদিন আগেই। কিন্তু তারপর কার সঙ্গে প্রেম করছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার? নেটপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে বয়সে বড় বান্ধবীর সঙ্গেই নাকি এবার সাতপাক ঘুরতে চলেছেন ঋষভ!

দু’বছর পর ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) ফিরেছেন ঋষভ পন্থ। আইপিএল চলাকালীন তাঁর দলের মেন্টর তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এবার এই উইকেটকিপারের নীল জার্সি পরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সময় এসে গেছে। তারপরেই ইন্টারন্যাশনাল সিরিজের জন্য ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পান এই ঋষভ। শুধু তাই নয় মিডল অর্ডারে ব্যাট করতে নেমেও দলকে ভরসা দিয়েছেন তিনি। সেই প্লেয়ার এবার নাকি প্রিয় বান্ধবীর সঙ্গে নিজের জীবনের ইনিংস গড়তে চলেছেন। কে তিনি? কী করেন? অনুরাগীদের এই একগুচ্ছ প্রশ্নের মাঝেই জানা গেল ইন্টিরিয়ার ডিজাইনার ইশা নেগির (Isha Negi) সঙ্গে ডেট করছেন দিল্লি ক্যাপিটালস- এর অধিনায়ক। যদিও তাঁদের এই সম্পর্কটা নতুন নয়। ১৯ বছর বয়স থেকেই তাঁরা একে অন্যের বিশেষ বন্ধু। ইশা অবশ্য ঋষভের থেকে আট মাসের বড়। সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সক্রিয়, যদিও তারকা ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে খুব একটা বেশি মুখ খুলতে দেখা যায়নি কখনও। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সিরিজ শুরু হচ্ছে। প্রথম টেস্ট খেলতে নামার আগে ভারতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটারের বিয়ের গুঞ্জন নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। যদিও দুজনের ঘনিষ্ঠ মহল বলছে আপাতত তাঁরা শুধুই একসঙ্গে ভাল কিছু মুহূর্ত কাটাতে চান, বিয়ে নিয়ে কোনও পরিকল্পনাই হয়নি।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version