তাঁদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বারবার এই দাবি করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা (Junior Doctor)। বিজেপির (BJP) সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli), কংগ্রেস (Congress) নেতা অধীর চৌধুরী এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) দেখে “গো ব্যাক” স্লোগান দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার ত্রুটি রাখেননি তাঁরা। কিন্তু একের পর এক ছবি বলছে অন্য কথা। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না আন্দোলনে বিজেপির জেলখাটা যুবনেত্রী পামেলা গোস্বামীকে স্লোগান দিতে দেখার পরেই আরও একটি ছবি ধরা পড়ল। সেইখানে বিজেপি নেত্রী তথা অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় (Sharbari Mukhopadhyay) হাতপাখা নিয়ে বাতাস করছেন আন্দোলনকারীদের। তাঁকেও তাঁরা বাধাও দিচ্ছেন না। অথচ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) যখন আন্দোলনে রাজনীতি ঢুকে পড়ার অভিযোগ করেছিলেন, তখন কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেন আন্দোলনরত চিকিৎসকরা।
আন্দোলনে হাওয়া! পামেলার পর জুনিয়র ডাক্তারদের অবস্থানে পাখা হাতে বিজেপি নেত্রী শর্বরী
Date:
Share post: